ঢাকা ১২:৩২ অপরাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

স্বায়ত্তশাসিত হচ্ছে বিটিভি ও বাংলাদেশ বেতার

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মাধ্যমে রাষ্ট্রীয় মালিকানাধীন এই দুই গণমাধ্যমে বহুমতের প্রতিফলনের নতুন সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে দুই ঘণ্টার আলোচনার পর এ সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রেস সচিব বলেন, ‘বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে সম্পূর্ণ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপান্তরের সিদ্ধান্ত হয়েছে। এই রূপান্তরের জন্য একটি নীতিগত কাঠামো ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে কমিটি গঠন করা হচ্ছে।’

এ লক্ষ্যে সি আর আবরারকে প্রধান করে একটি কমিটি গঠন করা হবে। এই কমিটি অতীতে রাজনৈতিক দলের আদর্শগত উদ্দেশ্য পূরণে কোনো টেলিভিশন চ্যানেলকে লাইসেন্স দেওয়া হয়ে থাকলে তা তদন্ত করবে এবং ভবিষ্যতে লাইসেন্স প্রদানের ক্ষেত্রেও একটি নতুন নীতিমালা তৈরি করবে।

এ সিদ্ধান্তের পেছনে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বড় ভূমিকা রেখেছে। চলতি বছরের ২২ মার্চ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে প্রতিবেদন জমা দেন কমিশনের প্রধান জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদ। সুপারিশে বলা হয়, বিটিভি ও বেতার যেন একটি আলাদা কর্তৃপক্ষ বা সম্প্রচার সংস্থার অধীনে পরিচালিত হয়, যাতে বহুমতের প্রকাশ নিশ্চিত হয় এবং সরকারের একমুখী দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন :-

নিউজ বিজয়ের সম্পর্কে

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার মা-বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।
জনপ্রিয় সংবাদ

স্বায়ত্তশাসিত হচ্ছে বিটিভি ও বাংলাদেশ বেতার

প্রকাশিত সময়:- ১২:০৬:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মাধ্যমে রাষ্ট্রীয় মালিকানাধীন এই দুই গণমাধ্যমে বহুমতের প্রতিফলনের নতুন সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে দুই ঘণ্টার আলোচনার পর এ সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রেস সচিব বলেন, ‘বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে সম্পূর্ণ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপান্তরের সিদ্ধান্ত হয়েছে। এই রূপান্তরের জন্য একটি নীতিগত কাঠামো ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে কমিটি গঠন করা হচ্ছে।’

এ লক্ষ্যে সি আর আবরারকে প্রধান করে একটি কমিটি গঠন করা হবে। এই কমিটি অতীতে রাজনৈতিক দলের আদর্শগত উদ্দেশ্য পূরণে কোনো টেলিভিশন চ্যানেলকে লাইসেন্স দেওয়া হয়ে থাকলে তা তদন্ত করবে এবং ভবিষ্যতে লাইসেন্স প্রদানের ক্ষেত্রেও একটি নতুন নীতিমালা তৈরি করবে।

এ সিদ্ধান্তের পেছনে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বড় ভূমিকা রেখেছে। চলতি বছরের ২২ মার্চ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে প্রতিবেদন জমা দেন কমিশনের প্রধান জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদ। সুপারিশে বলা হয়, বিটিভি ও বেতার যেন একটি আলাদা কর্তৃপক্ষ বা সম্প্রচার সংস্থার অধীনে পরিচালিত হয়, যাতে বহুমতের প্রকাশ নিশ্চিত হয় এবং সরকারের একমুখী দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন।