ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু

আশুলিয়ায় পরকীয়া সম্পর্কের জেরে স্বামীর লাঠির আঘাতে সুবর্ণা আক্তার (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঘাতক স্বামী জনিকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার আশুলিয়ার বুড়িরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার জনি (২৪) জামালপুর জেলার সদর থানার কলাবাধা গ্রামের মো জিয়াউল মিয়ার ছেলে এবং নিহত সুবর্ণা একই জেলার সরিষাবাড়ী থানার আদরাচর গ্রামের সুজন মিয়ার মেয়ে। তারা আশুলিয়ার বুড়ির বাজার এলাকার চান মিয়ার বাড়িতে ভাড়া থাকে জনি (২৪) পোশাক শ্রমিক এবং নিহত স্ত্রী সুবর্ণা গৃহিণী ছিলেন। প্রায় চার বছর আগে তাদের বিয়ে হয়। তাদের ঘরে এক বছরের শিশুসন্তান আছে।

পুলিশ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানায়, রাতে পারিবারিক কলহের কারণে স্বামী-স্ত্রীর মাঝে বাগবিতণ্ডা হয় । একপর্যায়ে জনি লাঠি দিয়ে সুবর্ণার মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই সুবর্ণা মৃত্যুবরণ করে।

পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে যে সুবর্ণার পরকীয়া সম্পর্ক ছিল। জনি প্রতিবাদ করলেও তিনি শুনতেন না। এ বিষয়ে তাদের মাঝে প্রায় সময়ই ঝগড়া হতো।

আশুলিয়া থানার উপপরিদর্শক শাহিন আহমেদ নয়ন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান পুলিশ ।

নিউজবিজয়২৪/এফএইচএন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন :-

নিউজ বিজয়ের সম্পর্কে

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

ইতিহাসের এই দিনে: ২২ মার্চ: ২০২৫

স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু

প্রকাশিত সময়:- ০৮:৫১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩

আশুলিয়ায় পরকীয়া সম্পর্কের জেরে স্বামীর লাঠির আঘাতে সুবর্ণা আক্তার (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঘাতক স্বামী জনিকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার আশুলিয়ার বুড়িরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার জনি (২৪) জামালপুর জেলার সদর থানার কলাবাধা গ্রামের মো জিয়াউল মিয়ার ছেলে এবং নিহত সুবর্ণা একই জেলার সরিষাবাড়ী থানার আদরাচর গ্রামের সুজন মিয়ার মেয়ে। তারা আশুলিয়ার বুড়ির বাজার এলাকার চান মিয়ার বাড়িতে ভাড়া থাকে জনি (২৪) পোশাক শ্রমিক এবং নিহত স্ত্রী সুবর্ণা গৃহিণী ছিলেন। প্রায় চার বছর আগে তাদের বিয়ে হয়। তাদের ঘরে এক বছরের শিশুসন্তান আছে।

পুলিশ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানায়, রাতে পারিবারিক কলহের কারণে স্বামী-স্ত্রীর মাঝে বাগবিতণ্ডা হয় । একপর্যায়ে জনি লাঠি দিয়ে সুবর্ণার মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই সুবর্ণা মৃত্যুবরণ করে।

পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে যে সুবর্ণার পরকীয়া সম্পর্ক ছিল। জনি প্রতিবাদ করলেও তিনি শুনতেন না। এ বিষয়ে তাদের মাঝে প্রায় সময়ই ঝগড়া হতো।

আশুলিয়া থানার উপপরিদর্শক শাহিন আহমেদ নয়ন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান পুলিশ ।

নিউজবিজয়২৪/এফএইচএন