স্কুলছাত্র রাজিন হত্যায় ১৭ আসামির ৭ বছর করে কারাদণ্ড » NewsBijoy24 Online Newspaper of Bangladesh.
ঢাকা ০৫:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

https://www.newsbijoy24.com/category/dengue-update/

স্কুলছাত্র রাজিন হত্যায় ১৭ আসামির ৭ বছর করে কারাদণ্ড

খুলনার বয়রা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে সপ্তম শ্রেণির শিক্ষার্থী ফাহমিদ তানভীর রাজিন হত্যায় আদালত ১৭ আসামির প্রত্যেককে সাত বছর করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। একই সঙ্গে আদালত ১৮ বছরের কম বয়সী সাজাপ্রাপ্তদের সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন।

আজ সোমবার (২৩ মে) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক আ. সালাম খান এ রায় দেন। এ সময় অভিযুক্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। অভিযুক্তরা কলেজের বহিরাগত ও কিশোর গ্যাংয়ের সদস্য।

আদালতে মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২০ জানুয়ারি রাত ৯টার দিকে নগরীর বয়রা পাবলিক কলেজ ক্যাম্পাসে স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র ফাহমিদ তানভীর রাজিনের সঙ্গে অভিযুক্ত শেখ তামিমের কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে তাকে অনুষ্ঠানের মঞ্চের পেছনে ডেকে নিয়ে কিশোর গ্যাংয়ের বহিরাগত কিশোররা ঘেরাও করে। তাকে সকলে মিলে এলোপাতাড়ি কিল-ঘুষি লাথিসহ ধারাল ছুরিকাঘাতে গুরুতর জখম করে ফেলে যায়। উপস্থিত লোকজন তাকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রাজিনের পিতা জাহাঙ্গীর হোসেন নগরীর খালিশপুর থানায় ছয়জনের নাম উল্লেখসহ আরো ১০ জনের বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করেন। একই বছর ১৬ ফেব্রুয়ারি খালিশপুর থানার এসআই মিজানুর রহমান মামলার তদন্ত করে কিশোর গ্যাংয়ের ১৭ সন্ত্রাসীর বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগপত্র দাখিল করেন। আদালত বিভিন্ন কার্যদিবসে মামলার ৩০ জন সাক্ষীর মধ্যে ২৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী কাজী সাব্বির আহম্মেদ ও বিশেষ পিপি ফরিদ আহমেদ।

নিউজবিজয়/এফএইচএ

নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।
জনপ্রিয় সংবাদ

এক মাসে বঙ্গবন্ধু টানেলে চার কোটি টাকার টোল আদায়

https://i0.wp.com/www.bd-pratidin.com/assets/newDesktop/sp-img/dengu-desktop.gif?ssl=1

স্কুলছাত্র রাজিন হত্যায় ১৭ আসামির ৭ বছর করে কারাদণ্ড

প্রকাশিত সময় :- ০৬:৩১:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২

খুলনার বয়রা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে সপ্তম শ্রেণির শিক্ষার্থী ফাহমিদ তানভীর রাজিন হত্যায় আদালত ১৭ আসামির প্রত্যেককে সাত বছর করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। একই সঙ্গে আদালত ১৮ বছরের কম বয়সী সাজাপ্রাপ্তদের সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন।

আজ সোমবার (২৩ মে) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক আ. সালাম খান এ রায় দেন। এ সময় অভিযুক্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। অভিযুক্তরা কলেজের বহিরাগত ও কিশোর গ্যাংয়ের সদস্য।

আদালতে মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২০ জানুয়ারি রাত ৯টার দিকে নগরীর বয়রা পাবলিক কলেজ ক্যাম্পাসে স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র ফাহমিদ তানভীর রাজিনের সঙ্গে অভিযুক্ত শেখ তামিমের কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে তাকে অনুষ্ঠানের মঞ্চের পেছনে ডেকে নিয়ে কিশোর গ্যাংয়ের বহিরাগত কিশোররা ঘেরাও করে। তাকে সকলে মিলে এলোপাতাড়ি কিল-ঘুষি লাথিসহ ধারাল ছুরিকাঘাতে গুরুতর জখম করে ফেলে যায়। উপস্থিত লোকজন তাকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রাজিনের পিতা জাহাঙ্গীর হোসেন নগরীর খালিশপুর থানায় ছয়জনের নাম উল্লেখসহ আরো ১০ জনের বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করেন। একই বছর ১৬ ফেব্রুয়ারি খালিশপুর থানার এসআই মিজানুর রহমান মামলার তদন্ত করে কিশোর গ্যাংয়ের ১৭ সন্ত্রাসীর বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগপত্র দাখিল করেন। আদালত বিভিন্ন কার্যদিবসে মামলার ৩০ জন সাক্ষীর মধ্যে ২৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী কাজী সাব্বির আহম্মেদ ও বিশেষ পিপি ফরিদ আহমেদ।

নিউজবিজয়/এফএইচএ