সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আক্রান্ত ব্যক্তি যাদের সংস্পর্শে এসেছিলেন তাদের সবার নমুনা সংগ্রহ করা হয়েছে
সৌদি আরবে প্রথম মাঙ্কিপক্সে আক্রান্ত এক আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ওই ব্যক্তি বিদেশ থেকে রাজধানী রিয়াদে এসেছিলেন। খবর সৌদি গেজেট।
শুক্রবার (১৫ জুলাই) সংবাদমাধ্যমটি জানিয়েছে, বৃহস্পতিবার ওই ব্যক্তির মাঙ্কিপক্সে আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আক্রান্ত ব্যক্তি যাদের সংস্পর্শে এসেছিলেন তাদের সবার নমুনা সংগ্রহ করা হয়েছে। এগুলো গবেষণাগারে পাঠানো হয়েছিল। তবে সংস্পর্শে আসা ব্যক্তিদের মধ্যে সংক্রমণের কোনো লক্ষণ দেখা যায়নি।
মন্ত্রণালয় আরো জানিয়েছে, তারা মাঙ্কিপক্সের সংক্রমণের ব্যাপারে নজরদারি করছে এবং নতুন আক্রান্তের ব্যাপারে তথ্য প্রকাশের ক্ষেত্রে তারা স্বচ্ছতা অবলম্বন করবে।