সেলোনা ২০২৪ ইন্টারন্যাশনাল ক্যাম্পে যোগ দিতে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের ১৫ সদস্যের একটি দল শ্রীলংকা গেছেন। শ্রীলংকা গার্ল গাইডস এসোসিয়েশনের আয়োজনে- সেলোনা ২০২৪ ইন্টারন্যাশনাল ক্যাম্পে যোগ দিতে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের ১৫ সদস্যের একটি দল রবিবার দুপুরে শ্রীলংকার উদ্যোশে রওনা দেন। আগামীকাল শুরু হয়ে এ ক্যাম্প ২৩ আগষ্ট শেষ হবে। লালমনিরহাট জেলা গাইড কমিশনার সরমিন আরা হক বীথির নেতৃত্বে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের অন্যান্য সদস্যরা হলেন,ফাইমা খাতুন,ফাতেমা শারমিন রিক্তা,আউয়ালুন্নাজাত,মোছা. শিরিন বানু,মোছা. মাহবুব আরা, আছমা আকতার,তিথি দে,রোজি আক্তার,মেহেরুন নেছা,চৈতি পাইক,সাদিকা আলম,বীনা দেবনাথ,সামামা ইসলাম ও মুনতাকা আল মাহি মাইশা। বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের এ দলটি ক্যাম্প শেষে ২৫ আগষ্ট দলটি শ্রীলংকা থেকে বাংলাদেশের উদ্যেশে রওনা দিবেন।বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারী তানজিনা বিনতে মোশারফ এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন>>রূপপুর প্রকল্প থেকে ৫শ’ কোটি ডলার আত্মসাৎ করেন শেখ হাসিনা
নিউজবিজয়২৪/এফএইচএন