সুস্থ হয়ে বাসায় ফিরেছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বেইলি রোডের সরকারি বাসভবনে ফিরেছেন তিনি।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, বর্তমানে মন্ত্রী শারীরিকভাবে সুস্থ আছেন।
উল্লেখ্য, অসুস্থতা অনুভব করায় গত ৭ মে (শনিবার) রাতে মন্ত্রীকে রংপুর মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়। পরদিন বিকেল সাড়ে ৩টায় বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে আনা হয়। সেখানে মন্ত্রী চিকিৎসাধীন ছিলেন।
নিউজবিজয়/এফএইচএন