দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন সুনামগঞ্জ সহ সকল জেলায় বন্যা কবলিত এলাকার ক্ষতিগ্রস্থ মানুষ যাতে পুনরায় ঘুরে দাঁড়াতে পারে সে জন্য সকল ব্যবস্থা গ্রহণ করবে সরকার। তিনি আরো বলেন, এলাকার বানভাসি মানুষদের দেখতে এসেছি। বন্যায় ক্ষতিগ্রস্থদের পূর্ণবাসনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। আপনাদের সব সমস্যা দেখে আমি প্রধানমন্ত্রীকে জানাবো।একটি দাবী সবাই জানিয়েছেন তা হল নদী খনন সে বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে কথা বলব।
আজ শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, দূর্যোগ ও ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় সম্পর্কিত কমিটির সদস্য এ বি এম তাজুল ইসলাম, সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান মানিক, সুনামগঞ্জ -১ সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, ফরিদপুর -৪ সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, দিনাজপুর -৬ সংসদ সদস্য শিবলী সাদিক, বাগেরহাট -২ সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের সচিব কামরুল হাসান, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি স্মরণ, ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রুকন ও জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ প্রমুখ।
ব্রেকিং :-
সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থদের পূর্ণবাসনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে: ত্রাণ প্রতিমন্ত্রী
-
শামীম আহমদ তালুকদার, সুনামগঞ্জ প্রতিনিধি:
- "নিউজ বিজয়: এক দশকের মাইলফলক" প্রকাশিত সময় : ১০:১৩:০৯ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২
- 316
জনপ্রিয় সংবাদ