ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সিসি ক্যামেরা নিয়ে টানাপোড়েন, সীমান্ত থেকে সরালো বিএসএফ

বিএসএফের স্থাপনকৃত সিসি ক্যামেরা। ফাইল ফটো

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি সীমান্তের শূন্য রেখায় অবস্থিত ঝাকুয়াটারি মসজিদের পাশের গাছে লাগানো সিসি ক্যামেরাটি সরিয়ে ফেলেছে বিএসএফ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে ক্যামেরাটি খুলে ফেলে তারা। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান।

এর আগে, মঙ্গলবার দক্ষিণ বাঁশজানি সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে আলমগীর হোসেনের বাড়ির আঙ্গিনায় সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেড় ঘণ্টা ধরে বিজিবির সঙ্গে বিএসএফের পতাকা বৈঠক হয়। বৈঠকে সিসি ক্যামেরা খুলে নিতে সম্মতি জানায় বিএসএফ।

মঙ্গলবারের পতাকা বৈঠকে বিজিবির পক্ষে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান এবং বিএসএফের পক্ষে ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডেন্ট অনিল কুমার মনোজ নেতৃত্ব দেন।

গত রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে অতি সঙ্গোপনে (গোপনে) বাংলাদেশ-ভারতের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৮ এর ৯ এস সাব পিলারের পাশের একটি মসজিদের পাশে নো-ম্যানস ল্যান্ডে গাছের ওপর সিসি ক্যামেরা লাগায় বিএসএফ। দেশ ভাগের আগে স্থাপন করা মসজিদটি দুই দেশের শূন্য রেখায়। মসজিদটিতে বাংলাদেশ ও ভারতের নাগরিকরা নামাজ পড়েন।

সিসি ক্যামেরা লাগানোকে কেন্দ্র করে গত সোমবার দিনভর বিজিবি এবং বিএসএফের ক্যাম্প এবং কোম্পানি কমান্ডার পর্যায়ে কয়েক দফা পতাকা বৈঠক হয়। তবে তাতে কোনো সুরাহা না হওয়ায় মঙ্গলবার ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান জানান, পতাকা বৈঠকে মসজিদের পাশে লাগানো সিসি ক্যামেরাটি খুলে নিতে সম্মতি জানানোর পর তা খুলে নিয়েছে বিএসএফ।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন :-

নিউজ বিজয়ের সম্পর্কে

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

ইতিহাসের এই দিনে: ২২ মার্চ: ২০২৫

সিসি ক্যামেরা নিয়ে টানাপোড়েন, সীমান্ত থেকে সরালো বিএসএফ

প্রকাশিত সময়:- ১১:৫০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি সীমান্তের শূন্য রেখায় অবস্থিত ঝাকুয়াটারি মসজিদের পাশের গাছে লাগানো সিসি ক্যামেরাটি সরিয়ে ফেলেছে বিএসএফ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে ক্যামেরাটি খুলে ফেলে তারা। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান।

এর আগে, মঙ্গলবার দক্ষিণ বাঁশজানি সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে আলমগীর হোসেনের বাড়ির আঙ্গিনায় সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেড় ঘণ্টা ধরে বিজিবির সঙ্গে বিএসএফের পতাকা বৈঠক হয়। বৈঠকে সিসি ক্যামেরা খুলে নিতে সম্মতি জানায় বিএসএফ।

মঙ্গলবারের পতাকা বৈঠকে বিজিবির পক্ষে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান এবং বিএসএফের পক্ষে ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডেন্ট অনিল কুমার মনোজ নেতৃত্ব দেন।

গত রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে অতি সঙ্গোপনে (গোপনে) বাংলাদেশ-ভারতের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৮ এর ৯ এস সাব পিলারের পাশের একটি মসজিদের পাশে নো-ম্যানস ল্যান্ডে গাছের ওপর সিসি ক্যামেরা লাগায় বিএসএফ। দেশ ভাগের আগে স্থাপন করা মসজিদটি দুই দেশের শূন্য রেখায়। মসজিদটিতে বাংলাদেশ ও ভারতের নাগরিকরা নামাজ পড়েন।

সিসি ক্যামেরা লাগানোকে কেন্দ্র করে গত সোমবার দিনভর বিজিবি এবং বিএসএফের ক্যাম্প এবং কোম্পানি কমান্ডার পর্যায়ে কয়েক দফা পতাকা বৈঠক হয়। তবে তাতে কোনো সুরাহা না হওয়ায় মঙ্গলবার ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান জানান, পতাকা বৈঠকে মসজিদের পাশে লাগানো সিসি ক্যামেরাটি খুলে নিতে সম্মতি জানানোর পর তা খুলে নিয়েছে বিএসএফ।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন