সিলেটের জৈন্তাপুর উপজেলায় টিলাধসে চারজন নিহত হয়েছেন। নিহতরা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন।
সোমবার (৬ জুন) ভোর ৫টার উপজেলার চিতনাগুল পূর্ব সাতজনী গ্রামে এ ঘটনা ঘটে।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তোগীর নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।
ওসি বলেন, ‘সোমবার ভোর ৫টার দিকে টিলা ধসে চারজন মারা গেছেন। তারা একই পরিবারের সদস্য। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।’
স্থানীয়রা বলছেন, পাহাড় কেটে মাটি বিক্রি এবং গত তিন দিন থেকে একটানা বৃষ্টির কারণে এই টিলা ধসের ঘটনা ঘটছে।