ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

সিনিয়র না হলে জয়কে থাপড়াতাম : মিষ্টি জান্নাত

  • বিনোদন ডেস্ক:-
  • "নিউজ বিজয়: এক দশকের মাইলফলক" প্রকাশিত সময় : ০২:৫৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
  • 313

সঞ্চালকের আসনে বসে অতিথিকে বেকায়দায় ফেলেন শাহরিয়ার নাজিম জয়। মাঝে মাঝেই তার প্রশ্নে বিব্রতবোধ করেন অতিথিরা। এই ভয়ে অনেকে তার অনুষ্ঠানেই যান না। অনেকেই প্রকাশ করেন ক্ষোভ। এবার এই তালিকায় নাম উঠল চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের। তিনি রীতিমতো ক্ষুব্ধ। সিনিয়র নাহলে জয়কে চড় মারতেন বলে ক্ষোভ প্রকাশ করেছেন।

মিষ্টি জান্নাতকে ‘ওই মেয়ে’ বলে সম্বোধন করেছেন জয়। তিনি বলেছিলেন, ‘ওই মেয়ে ভাইরাল হতেই শাকিবকে জড়িয়ে এসব কথা বলছেন। শাকিব খানের সঙ্গে বিয়ে হলেও সেটা টিকবে না।’ তাতেই চটেছেন মিষ্টি।

রীতিমতো তেতো কথায় ঝেড়েছেন জয়কে। মিষ্টি বলেন, ‘জয় ভাইয়াকে দেখলাম, সে বলছেন ওই যে একটা মেয়ে, শাকিব খানকে নিয়ে ভাইরাল হতে চান। তিনি একজন ডাক্তার পাশাপাশি অভিনেত্রী, যেটা মিলে গেছে। তাদের বিয়ে হলেও সেটা টিকবে না। এটা উনি কীভাবে জানল? কীভাবে বলল? এটা আমার প্রশ্ন।’

তার কথায়, ‘সে (জয়) আমাকে চেনে। গত পরশুদিন আমাকে টেক্সট করে বলছে, মিষ্টি কোথায় আছো, চলো লং ড্রাইভে যাই? অথচ, এমন একটা ভাব নিল, সে আমাকে চেনেই না।’

মিষ্টি জান্নাত বলেন, ‘সে বলল, ওই যে একটা মেয়ে। এটা কেন বলবে? আমি কষ্ট পেয়েছি। যদি সে সিনিয়র না হতেন, তাহলে তাকে ধরে থাপড়াতাম। তার প্রোগ্রামে গেলেও এমন করে। অফস্ক্রিনে চুমু দেওয়ার চেষ্টা করে। আমার কাছে সেসবের ভিডিও আছে। সে অনেক নেগেটিভ কথা বলে।’

বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি জয়। তবে তার পক্ষ থেকে সরব হয়েছেন তমা মির্জা। সামাজিক মাধ্যমে নায়িকা লিখেছেন, ‘ভিডিওটি দেখলাম, শুনলাম এবং অবাক হলাম, শুধু জয় ভাই না আরও অনেককে ছোট করে, অপমান করে, নানানভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে তিনি কী প্রমাণ করতে চাচ্ছেন? কেউ জানলে জানাবেন প্লিজ, তিনি কি আসলে ভাইরাল হতে চান? আমাদের শিল্পীদের সিনিয়র শিল্পী এবং তাদের পরিবারকে সম্মান দিতে জানতে হবে।’

আরও পড়ুন>>সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন ১০৮ বারের মতো পেছালো

নিউজবিজয়২৪/এফএইচএন

সংবাদটি আপনার ফেসবুকে শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

নামাজের সময়সূচি: ১৪ ফেব্রুয়ারি ২০২৫

সিনিয়র না হলে জয়কে থাপড়াতাম : মিষ্টি জান্নাত

"নিউজ বিজয়: এক দশকের মাইলফলক" প্রকাশিত সময় : ০২:৫৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪

সঞ্চালকের আসনে বসে অতিথিকে বেকায়দায় ফেলেন শাহরিয়ার নাজিম জয়। মাঝে মাঝেই তার প্রশ্নে বিব্রতবোধ করেন অতিথিরা। এই ভয়ে অনেকে তার অনুষ্ঠানেই যান না। অনেকেই প্রকাশ করেন ক্ষোভ। এবার এই তালিকায় নাম উঠল চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের। তিনি রীতিমতো ক্ষুব্ধ। সিনিয়র নাহলে জয়কে চড় মারতেন বলে ক্ষোভ প্রকাশ করেছেন।

মিষ্টি জান্নাতকে ‘ওই মেয়ে’ বলে সম্বোধন করেছেন জয়। তিনি বলেছিলেন, ‘ওই মেয়ে ভাইরাল হতেই শাকিবকে জড়িয়ে এসব কথা বলছেন। শাকিব খানের সঙ্গে বিয়ে হলেও সেটা টিকবে না।’ তাতেই চটেছেন মিষ্টি।

রীতিমতো তেতো কথায় ঝেড়েছেন জয়কে। মিষ্টি বলেন, ‘জয় ভাইয়াকে দেখলাম, সে বলছেন ওই যে একটা মেয়ে, শাকিব খানকে নিয়ে ভাইরাল হতে চান। তিনি একজন ডাক্তার পাশাপাশি অভিনেত্রী, যেটা মিলে গেছে। তাদের বিয়ে হলেও সেটা টিকবে না। এটা উনি কীভাবে জানল? কীভাবে বলল? এটা আমার প্রশ্ন।’

তার কথায়, ‘সে (জয়) আমাকে চেনে। গত পরশুদিন আমাকে টেক্সট করে বলছে, মিষ্টি কোথায় আছো, চলো লং ড্রাইভে যাই? অথচ, এমন একটা ভাব নিল, সে আমাকে চেনেই না।’

মিষ্টি জান্নাত বলেন, ‘সে বলল, ওই যে একটা মেয়ে। এটা কেন বলবে? আমি কষ্ট পেয়েছি। যদি সে সিনিয়র না হতেন, তাহলে তাকে ধরে থাপড়াতাম। তার প্রোগ্রামে গেলেও এমন করে। অফস্ক্রিনে চুমু দেওয়ার চেষ্টা করে। আমার কাছে সেসবের ভিডিও আছে। সে অনেক নেগেটিভ কথা বলে।’

বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি জয়। তবে তার পক্ষ থেকে সরব হয়েছেন তমা মির্জা। সামাজিক মাধ্যমে নায়িকা লিখেছেন, ‘ভিডিওটি দেখলাম, শুনলাম এবং অবাক হলাম, শুধু জয় ভাই না আরও অনেককে ছোট করে, অপমান করে, নানানভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে তিনি কী প্রমাণ করতে চাচ্ছেন? কেউ জানলে জানাবেন প্লিজ, তিনি কি আসলে ভাইরাল হতে চান? আমাদের শিল্পীদের সিনিয়র শিল্পী এবং তাদের পরিবারকে সম্মান দিতে জানতে হবে।’

আরও পড়ুন>>সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন ১০৮ বারের মতো পেছালো

নিউজবিজয়২৪/এফএইচএন