জন্ম ও মৃত্যু নিবন্ধন করি নাগরিক অধিকার নিশ্চিত করি’ এই প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের হাকিমপুর (হিলি) তে এবারে দিবসটি পালন করা হয়েছে
উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি যথাযথ পালনের লক্ষ্যে আলোচনা সভা হয়। শুক্রবার সাকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় এর সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়।
কেউ জন্মগ্রহণ বা মৃত্যুবরণ করলে ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করতে হবে। আইন অনুযায়ী পৌরসভা, ইউনিয় পর্যায়ে এ নিবন্ধন করা বাধ্যতা মূলক। সাধারন মানুষকে উৎসাহিত করতে ৬ অক্টোবর জাতীয় জন্ম ও মৃত্যু দিবস পালন করা হয়।
সঠিক নিবন্ধন না থাকায় অনেকে বয়স লুকান আবার মৃত্যু নিবন্ধন না থাকায় ওয়ারিশন সার্টিফিকেট নিতে পারেনা সাধারন মানুষজন। মানুষের মাঝে সচেতনতা সৃস্টির লক্ষ্যেই মূলত দিবসটি পালন করা হয়ে থাকে।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন হাকিমপুর সহকারী কমিশনার ভূমি লায়লা ইয়াসমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, আলীহাট ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান সহ অনেকে।