পবত্রি ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীসহ সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রবিবার (১ মে) দুপুরে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শনে গিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এসব কথা বলেন।
র্যাব মহাপরিচালক বলেন, জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের জামাতে কোনো ধরনের হুমকি নেই। জাতীয় ঈদগাহসহ সারাদেশে ঈদ জামাতে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে র্যাব। নাগরিকদের নিরাপত্তায় তৈরি করা হয়েছে স্পেশাল টিম। যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে আমরা প্রস্তুত রয়েছি। জরুরি ভিত্তিতে সেবা দিতে হেলিকপ্টারের ব্যবস্থাও রয়েছে।
তিনি আরো বলেন, ঢাকা শহরের বাসাবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি বাড়ানো হয়েছে। ঈদে বাড়ি যাওয়ার আগে সবাই খেয়াল রাখবেন, ঠিকমতো নিজ বাসায় তালা দিয়েছেন কি না।
ঈদকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় নারীদের যৌন হয়রানি বন্ধে র্যাব সচেষ্ট রয়েছে জানিয়ে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, কেউ হেনেস্তার শিকার হলে দ্রুত আমাদেরকে জানাবেন। এজন্য র্যাবের হটলাইন নম্বর-০১৭৭৭৭২০০২৯ চালু থাকবে। যে কেউ এ নম্বরে কল করে অভিযোগ জানাতে পারবেন।