সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা।
রোববার রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ডিএমপি ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।
তিনি বলেন, সেগুনবাগিচার বাসা থেকে ডিবির একটি দল তাকে গ্রেফতার করেছে। যাত্রাবাড়ী থানায় করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়।
ডিবি কর্মকর্তারা জানান, আগামীকাল (সোমবার) তাকে আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে টানা দুইবারের সংসদ-সদস্য ছিলেন মাহবুব আলী।
নিউজ বিজয় ২৪ডট কম/এফ এইচ এন