লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ভাতিজা সাব্বির হোসেনকে স্থানীয় জনতা আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন বাজার এলাকায় সাব্বির হোসেনকে দেখে স্থানীয়রা সন্দেহবশত আটক করে পুলিশে খবর দেয়। পরে হাতীবান্ধা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ সাব্বিরকে আটক করে থানায় নিয়ে আসে। তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটক দেখানো হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা, তা যাচাই করা হচ্ছে।
উল্লেখ্য, আটককৃত সাব্বির হোসেন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন। তবে তার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ রয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন