
চট্টগ্রামের পতেঙ্গায় সাগরে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ১টি নৌকা। খেজুরতলা এলাকায় শুক্রবার (২৬ মে) রাত ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূচনা হয়। অগ্নিকাণ্ডে দগ্ধ ২জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
বন্দরের সচিব ওমর ফারুক জানান, আলফা নোঙর এলাকায় অবস্থান করা মুহূরী-২ নামের ১টি লাইটার জাহাজ থেকে ভিএফএস মেসেজ পায় বন্দরের রেডিও কন্ট্রোল রুম। যাতে বলা হয়, ১টি মাছ ধরার নৌকায় আগুন লাগে। এরপরই ছুটে যায় কান্ডারি-এইট।
ফায়ার সার্ভিস জানায়, তাদের ২টি ইউনিট গেলেও নিজস্ব নৌযান না থাকায় তাদেরকে তীরেই অবস্থান করতে হয়। এসময় বন্দরের সাথে অগ্নিনির্বাপণে যোগ দেয় কোস্টগার্ড। তবে ভাটা থাকায় গভীর রাত পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় সংশ্লিষ্টদের।
স্থানীয় লোকজন জানিয়েছে, নৌযানটি জ্বালানী তেল বহন করছিল। ফলে আগুন তীব্র আকার ধারণ করে। ঘটে ছোট ছোট বিস্ফোরণও। কেউ কেউ নৌযানটি লাইফবোট ছিল বলেও জানান।
এদিকে, প্রজনন মৌসুমের কারণে ২০ মে থেকে সাগরে মাছ ধরা বন্ধ রয়েছে। এসময় মাছ ধরার নৌকার সাগরে যাওয়া নিয়েও উঠেছে প্রশ্ন।