শীত ও ঠান্ডার তীব্রতায় কষ্টে থাকা অসহায় মানুষদের মাঝে কষ্ট ভাগাভাগি করে নিতে নিজ এলাকায় আদিতমারীতে নিজস্ব উদ্যোগে ৫০ টি পরিবারকে নিজ হাতে ভারী মানসম্মত কম্বল বিতরণ করেন।
শুক্রবার (১৩ ডিসেম্বর) উপজেলার তার নিজ গ্রামের বাড়ি দেওডোবা পশ্চিম পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এই কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ করেন অত্র এলাকার অতি দরিদ্র খেটে খাওয়া অসহায় মানুষের মাঝে।
পিএম হামিদুর রহমান হামিদ বলেন,দেওডোবা,পলাশীর নিজ এলাকার মানুষ অনেক কষ্টে থাকে। তাদের প্রতিদিনেই কষ্ট ও কর্মের মাধ্যমে দিনআনুক কাজ কর্ম করে খেতে হয়।তাই তাদের মধ্যে কিছু টা কষ্ট ভাগাভাগি করে নিতে শীতবস্ত্র বিতরন আয়োজন করা হয়েছে।
এদিকে আনজেনা বেগম কম্বল পেয়ে খুশিতে মাতোয়ারা হয়েছেন এবং দোয়া দিয়ে বলেন বাবা আমি কম্বল পেয়ে তোমাকে দোয়া দিলাম। শীতকালটা আমার খুব ভালো ভাবে কেটে যাবে।
অন্যদিকে আমছার আলীর কাছে জানতে চাইলে,তিনি বলেন সরকারি ভাবে কোন কিছুই ঠিক মতো পাই না। তোমরা কম্বল দিলেন জার থাকি রেহাই পামো তোমার জন্য দোয়াও করবো।
এই সময়ে (সাংবাদিক) পিএম হামিদুর রহমান হামিদ এর আমন্ত্রণে লুৎফর রহমান ৯নং দেওডোবা ওয়ার্ড সদস্য ,আসাদুজ্জামান আসাদ মসজিদ সেক্রেটারিসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শেষে শীতের কম্বল পেয়ে গরিবরা আনন্দ উল্লাস করেন।
নিউজবিজয়২৪ডট কম/এফএইচএন