বেসরকারি টেলিভিশন স্টেশন একাত্তর টেলিভিশনের সাবেক হেড অব নিউজ শাকিল আহমেদ ও সাবেক প্রিন্সিপাল করেসপনডেন্ট ফারজানা রূপাকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করার পর উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
ইস্তাম্বুল হয়ে ফ্রান্সের প্যারিসে যাওয়ার জন্য বুধবার ভোরে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট ধরতে বিমানবন্দরে যান এ সাংবাদিক দম্পতি। তাদের ফ্লাইট ছিল সকাল ৬টা ২০ মিনিটে।
পরে সেখান থেকে তাদের দুজনকে পুলিশ হেফাজতে নেয় হয়।
এরপর সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের এক বার্তায় বলা হয়, শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের আটক করে ডিবিতে হস্তান্তর করেছে।
উত্তরা পূর্ব থানায় বুধবারই ওই মামলা দায়ের করা হয়েছে। দণ্ডবিধির ৩০২, ১১৪ ও ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে সেখানে।
প্রসঙ্গত, শাকিল ও রূপাকে গত ৮ আগস্ট চাকরি থেকে অব্যাহতি দেয় একাত্তর টেলিভিশন কর্তৃপক্ষ। এ সাংবাদিক দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে।
আরও পড়ুন>>বন্ধই থাকছে সময় টিভি, রোববার শুনানি
নিউজবিজয়২৪/এফএইচএন