লালমনিরহাটের হাতীবান্ধা সহকারী কমিশনার (ভূমি) লোকমান হোসেন সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের নিয়ে বিরুপ মন্তব্য করেছেন। ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুস সোবাহান ছাত্রলীগের অপর এক নেতাকে নিয়ে সৌজন্য দেখা করতে গেলে তিনি বলেন, সাংবাদিক ও পাতিনেতারা আমার একদম অপছন্দ। সোমবার দুপুরে তার নিজ কার্যালয়ে অশোভনীয় এ মন্তব্যটি করেন। এ প্রসঙ্গে ছাত্রলীগ নেতা আব্দুস সোবাহান বলেন, হাতীবান্ধা সহকারী কমিশনার (ভূমি) লোকমান হোসেন তার কথাবার্তা, আচার-আচরণ ও বেশভূষা শিবিরের মতো। একই দিনে দু’সাংবাদিক ভ্রাম্যমান আদালতের তথ্য নিতে গেলে অসৌজন্যমূলক আচার দেখান। তার এধরনের আচরণে ক্ষুদ্ধ স্থানীয় সাংবাদিকগন। সোমবার হাতীবান্ধা প্রেসক্লাব সভাপতি ইলিয়াস বসুনিয়া পবনের নেতৃত্বে সাংবাদিকগন হাতীবান্ধার ইউএনও নাজির হোসেনের সঙ্গে সাক্ষাত করে এসিল্যান্ডের আচরনের বিষয় জানান। সাংবাদিকগন এসিল্যান্ড লোকমান হোসেনের প্রত্যাহার দাবী করেন। এ ব্যাপারে লোকমান হোসেনের সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা করলে সাংবাদিক পরিচয় জানার পর ব্যস্ততার কথা বলে ফোন কেটে দেন।
নিউজবিজয়/এফএইচএন
ব্রেকিং :-
সাংবাদিক ও পাতিনেতারা আমার একদম অপছন্দ
-
মো: নূরল হক, নিউজবিজয় প্রতিবেদক:-
- "নিউজ বিজয়: এক দশকের মাইলফলক" প্রকাশিত সময় : ০৬:০৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
- 1205
জনপ্রিয় সংবাদ