পূর্ব শত্রুতা বা চলমান রাজনৈতিক প্রতিহিংসার জেরে জয়পুরহাটের কুজাইল করিমপুর গ্রামে এক তরুন কৃসকের সবজি ক্ষেত নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। এতে ওই কৃষকের প্রায় ৪ লক্ষাধিক টাকা লোকসান হওয়ার পাশিপাশি বাজারে সরবরাহ কমবে শতশত মন সবজি।
জানা গেছে, জয়পুরহাটের কালাই উপজেলার কুজাইল-করিমপুর গ্রামের তরুন কৃষক সিদ্দিকুর রহমান। নিত্য নতুন ফসলের চাষ করে তিনি ইর্ষনীয় সাফল্যের মুখ দেখেন অল্প সময়ের মধ্যে। তার দেড় বিঘা জমির সবজি ক্ষেতে রোপন করেন সাঁচি লাউ। ক্ষেত ভরে কচি লাউ দেখে আশায় বুক বাঁধেন তিনি।কিন্তু গত ২ রাতের কোন এক সময় তার সবজি ক্ষেতের কেটে ও উপরে দেয় পাষন্ডরা। গতকাল সবজি ক্ষেতে গিয়ে দেখেন সব লাউ গাজ মরে যাচ্ছে। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার লাউ ক্ষেত নষ্ট হয়েছে বলে অভিযোগ করেন সিদ্দিকুর রহমান।
খোঁজ নিয়ে জানা গেছে, শুধু সিদ্দিকুর রহমানই নন, বেশ কয়েক বছর ধরে পূর্ব শত্রুতার জেরে রাতের অন্ধকারে ফসলের ক্ষেত নষ্ট করার অভিযোগ উঠছে দূর্বৃত্তদের বিরুদ্ধে। তাই তদন্ত করে দোষীদের খু৭জে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী ভূক্তভোগীসহ এলাকাবাসী
একই গ্রামের মঞ্জু শেখ, আবু কাশেমসহ গ্রামবাসীরা অভিযোগ করেন, প্রতিহিংসার বশে সিদ্দিকের দেড় বিঘা জমির লাউক্ষেত কেটে দিয়ে দুর্বৃত্তরা শত শত মন সবজি থেকে সাধারণ ভোক্তাদের বঞ্চিত করেছে, সিদ্দিকের লাখ লাখ টাকার লোকসান করেছে,। দুর্বৃত্তদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি চান এলাকাবাসী।
এ ব্যাপারে ভূক্তভোগী সিদ্দিকুর রহমান গতকাল বিকালে কালাই থানায় একটি অভিযোগ দায়ের করেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।
আরও পড়ুন>>ধর্ষণের মতো অপরাধের কড়া শাস্তি চাইলেন দেব
নিউজবিজয়২৪/এফএইচএন