ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ইরান-ইসরাইল সংঘাত

সংগ্রামী আরশির সাফল্যের গল্প

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার এক প্রত্যন্ত এলাকার কন্যা আরশি জান্নাত এবারের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে একাধিক সরকারি বিশ্ববিদ্যালয়ে চমকপ্রদ সাফল্য অর্জন করেছে। অসংখ্য প্রতিযোগীর মাঝে মেধার প্রমাণ রেখে সে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ‘এ’ ইউনিটের বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং অনুষদে ১৪তম স্থান অর্জন করেছে। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ‘এ’ ইউনিটে তার অর্জিত ৩৮০তম স্থান নিশ্চিত করে তার মেধা ও অধ্যবসায়ের প্রতিফলন।

স্বপ্নের পাখা মেলতে চাওয়া এই শিক্ষার্থী চান প্রকৌশল বিদ্যায় উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের সেবায় আত্মনিয়োগ করতে। তার এই সফলতার পেছনে রয়েছে কঠোর পরিশ্রম, আত্মত্যাগ এবং একটি হৃদয়বিদারক পারিবারিক প্রেক্ষাপট।

আরশির বাবা মোঃ আব্দুল বারেক ২০১৭ সাল থেকে ক্যান্সারের মতো দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের সীমিত আয় ও কঠিন বাস্তবতার মাঝেও মেয়েকে উচ্চশিক্ষিত করার স্বপ্ন আঁকড়ে ধরে এগিয়ে গেছেন তিনি। পরিবারের এই আর্থিক সংকট ও বাবার অসুস্থতা সত্ত্বেও আরশি নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হননি।

তিনি রংপুেরর স্বনামধন্য কারমাইকেল কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে এইচএসসি উত্তীর্ণ হন।

তার এমন সাফল্যে আনন্দিত তার শুভাকাঙ্ক্ষী, আত্মীয়-স্বজন এবং শিক্ষকগণ। সবাই তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। আরশির বাবা দেশবাসীর কাছে কন্যার জন্য দোয়া চেয়ে বলেন, “আমার মেয়ে যাতে একজন আদর্শ মানুষ হয়ে দেশ ও দশের সেবা করতে পারে, এটাই আমার স্বপ্ন।”

আরশি জান্নাতের জীবন কাহিনি আমাদের শেখায়—পরিশ্রম, অদম্য মানসিকতা এবং পরিবারের ভালোবাসা থাকলে যেকোনো কঠিন বাস্তবতাকেও জয় করা সম্ভব।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন :-

নিউজ বিজয়ের সম্পর্কে

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার মা-বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

No description available.

সংগ্রামী আরশির সাফল্যের গল্প

প্রকাশিত সময়:- ১২:৫৯:২৯ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার এক প্রত্যন্ত এলাকার কন্যা আরশি জান্নাত এবারের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে একাধিক সরকারি বিশ্ববিদ্যালয়ে চমকপ্রদ সাফল্য অর্জন করেছে। অসংখ্য প্রতিযোগীর মাঝে মেধার প্রমাণ রেখে সে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ‘এ’ ইউনিটের বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং অনুষদে ১৪তম স্থান অর্জন করেছে। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ‘এ’ ইউনিটে তার অর্জিত ৩৮০তম স্থান নিশ্চিত করে তার মেধা ও অধ্যবসায়ের প্রতিফলন।

স্বপ্নের পাখা মেলতে চাওয়া এই শিক্ষার্থী চান প্রকৌশল বিদ্যায় উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের সেবায় আত্মনিয়োগ করতে। তার এই সফলতার পেছনে রয়েছে কঠোর পরিশ্রম, আত্মত্যাগ এবং একটি হৃদয়বিদারক পারিবারিক প্রেক্ষাপট।

আরশির বাবা মোঃ আব্দুল বারেক ২০১৭ সাল থেকে ক্যান্সারের মতো দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের সীমিত আয় ও কঠিন বাস্তবতার মাঝেও মেয়েকে উচ্চশিক্ষিত করার স্বপ্ন আঁকড়ে ধরে এগিয়ে গেছেন তিনি। পরিবারের এই আর্থিক সংকট ও বাবার অসুস্থতা সত্ত্বেও আরশি নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হননি।

তিনি রংপুেরর স্বনামধন্য কারমাইকেল কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে এইচএসসি উত্তীর্ণ হন।

তার এমন সাফল্যে আনন্দিত তার শুভাকাঙ্ক্ষী, আত্মীয়-স্বজন এবং শিক্ষকগণ। সবাই তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। আরশির বাবা দেশবাসীর কাছে কন্যার জন্য দোয়া চেয়ে বলেন, “আমার মেয়ে যাতে একজন আদর্শ মানুষ হয়ে দেশ ও দশের সেবা করতে পারে, এটাই আমার স্বপ্ন।”

আরশি জান্নাতের জীবন কাহিনি আমাদের শেখায়—পরিশ্রম, অদম্য মানসিকতা এবং পরিবারের ভালোবাসা থাকলে যেকোনো কঠিন বাস্তবতাকেও জয় করা সম্ভব।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন