
শুটিং সেটে বোমা বিস্ফোরণে আহত হয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। আজ বুধবার ভারতের বেঙ্গালুরুতে কন্নড় সিনেমা ‘কেডি’র শুটিংয়ে এ বিস্ফোরণ ঘটে। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, সঞ্জয় দত্তের হাত, কনুই ও মুখে চোট লেগেছে।
জানা গেছে, কন্নড় ছবি কেডির শুটিংয়ের মাঝেই ঘটে এই দুর্ঘটনা। অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল। উপস্থিত ছিলেন ফাইট ডিরেক্টর রবি বর্মাও। শট চলাকালীন ফেটে যায় বোমা। তাতে আহত হয়েছেন সঞ্জয় দত্ত। আপাতত বন্ধ রাখা হয়েছে শুটিং।
তবে প্রাথমিক চিকিৎসার পর তিনি অনেকটাই ভাল রয়েছেন। যদিও সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত শুটিংয়ে ফিরবেন না বলেই জানা গিয়েছে।
এর আগে দক্ষিণী ছবি ‘কেজিএফ: চ্যাপটার ২ ’-এ অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। কন্নড় ছবি ‘কেডি’-তেও সঞ্জয় দত্তকে খলনায়কের চরিত্রে দেখা যাবে। ‘কেডি’ সিনেমাতে সঞ্জয়ের সঙ্গে অভিনয় করছেন শিল্পা শেঠি।
মো.নজরুল ইসলাম/নিউজ বিজয়