শিক্ষার্থীর চোখ পরীক্ষা করবেন শিক্ষক। ভিশনের মাধ্যমে শিক্ষার্থীর চোখের দৃষ্টিশক্তি পরীক্ষা করে শিক্ষক চোখের সমস্যা নিরূপণ করবেন। তারপর তাকে পাঠানো হবে হাসপাতালে। সেখান থেকে চিকিৎসা নিয়ে শিক্ষার্থী তার চোখ সুরক্ষিত রাখবে। চোখের রোগ নিয়ে আর কোনো শিক্ষার্থীর শিক্ষা জীবন ব্যাহত হবে না। সারা দেশে এটিকে মডেল হিসেবে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসাপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান। এ উদ্দেশ্যে সফল করতে সোমবার দিনব্যাপী হাসপাতালের হলরুমে স্কুল সাইট টেস্টিং প্রোগ্রামের আওতায় শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণের উদ্বোধন করেন আয়োজক প্রতিষ্ঠানের পরিচালক প্রফেসর ডা. নাহিদ ফেরদৌসী। উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আবুল কালাম আজাদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনন্দ কিশোর সাহা, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিনসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
প্রশিক্ষণে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া পৌরসভার ৩৮ শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৬ জন শিক্ষক অংশ নেন। পরে শিক্ষকদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
নিউজ বিজয়/নজরুল
ব্রেকিং :-
শিক্ষার্থীর চক্ষু পরীক্ষা করবেন শিক্ষক!
- নিউজ বিজয় ডেস্ক :-
- প্রকাশিত সময় :- ১০:২১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২
- 352
জনপ্রিয় সংবাদ