লালমনিরহাটের হাতীবান্ধায় ১৪ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে গোলাম রব্বানী নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার (১৬ মে) রাতে উপজেলার উত্তর পারুলিয়া বটতলা হাফিজিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গত রোববার (১৫ মে) রাতে উপজেলার উত্তর পারুলিয়া বটতলা হাফিজিয়া মাদ্রাসায় ঘটনাটি ঘটে।
গ্রেপ্তারকৃত গোলাম রব্বানী উপজেলার উত্তর পারুলিয়া বটতলা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক।
জানা গেছে, গত ১৫ মে রাতে শিক্ষক গোলাম রব্বানী ওই শিক্ষার্থীকে তার রুমে ডেকে নেন। এরপর সেখানে ওই শিক্ষার্থীকে নানা ভাবে যৌন হয়রানি করেন। পরে ১৬ মে বিকেলে ভুক্তভোগী শিক্ষার্থীর ভাই বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেন।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে গোলাম রব্বানী নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তাকে মঙ্গলবার (১৭ মে) সকালে গ্রেপ্তারকৃত ওই শিক্ষককে আদালতের মাধ্যমে লালমনিরহাট জেলহাজতে পাঠানো হয়েছে।