বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির বৈঠকে এ বিষয়ে সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। দেশের ২ হাজার ১৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তি করায় কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। কমিটি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণকাজ দ্রুত সম্পন্নসহ নির্মাণাধীন শিক্ষা প্রতিষ্ঠানের কাজ তদারকি করার ওপর গুরুত্বারোপ করে। মন্ত্রণালয়কে এ বিষয়ে মনিটরিংয়ের কার্যক্রম জোরদার করার জন্য সুপারিশ করে। কমিটির সভাপতি মো. মোসলেম উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে আরও অংশ নেন কমিটির সদস্য মো. মুজিবুল হক, আব্দুল মান্নান, ফখরুল ইমাম, আরমা দত্ত।
নিউজ বিজয় / মোঃ নজরুল ইসলাম
ব্রেকিং :-
শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি হিসেবে সংসদ-সদস্যদের মনোনয়ন না দেওয়ার বিষয়ে হাইকোর্টের রুলের বিরুদ্ধে আপিলের দ্রুত নিষ্পত্তি চায় সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটি।
শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডির সভাপতি নিয়ে রুলের দ্রুত নিষ্পত্তি চায় কমিটি
-
নিউজবিজয় অনলাইন ডেস্ক :-
- "নিউজ বিজয়: এক দশকের মাইলফলক" প্রকাশিত সময় : ০৯:১১:০১ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২
- 319
জনপ্রিয় সংবাদ