ঢাকা ১২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

শাহদীন মালিক বাদ, দায়িত্বে আলী রীয়াজ

সংবিধান সংস্কার কমিশনের নতুন প্রধান হিসেবে বাদ দেওয়া হয়েছে ড. শাহদীন মালিককে। তার পরিবর্তে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আলী রীয়াজ।

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সংস্কারের জন্য প্রাথমিকভাবে ৬টি কমিশন গঠন এবং কমিশনের প্রধানদের নাম ঘোষণা করেন। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. শাহদীন মালিকের নাম উল্লেখ করা হয়েছিল। এই কমিশনের প্রধান হিসেবে তার পরিবর্তে আলী রীয়াজের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

রাষ্ট্রবিজ্ঞানী আলী রীয়াজ যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড অধ্যাপক, আটলান্টিক কাউন্সিলের সিনিয়র অনাবাসিক ফেলো ও আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (এআইবিএস) প্রেসিডেন্ট।

এ বিষয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ড. শাহদীন মালিক পেশাগত ব্যস্ততার কারণে সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালনে অপারগতা জানিয়েছেন। এ কারণে তাকে বাদ দিয়ে অধ্যাপক আলী রীয়াজকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার নতুন গঠিত ৬টি কমিশনের প্রধানদের নিয়ে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। সেখানে ৫টি কমিশনের প্রধান সশরীরে এবং অধ্যাপক আলী রীয়াজ ভার্চুয়ালি যুক্ত হবেন। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালনের জন্য শিগগিরই নিজ কর্মস্থল থেকে ছুটি নিয়ে দেশে ফিরবেন অধ্যাপক আলী রীয়াজ।
নিউজবিজয়২৪ডট কম/এফএইচএন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন :-

নিউজ বিজয়ের সম্পর্কে

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

শাহদীন মালিক বাদ, দায়িত্বে আলী রীয়াজ

প্রকাশিত সময়:- ০৭:১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

সংবিধান সংস্কার কমিশনের নতুন প্রধান হিসেবে বাদ দেওয়া হয়েছে ড. শাহদীন মালিককে। তার পরিবর্তে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আলী রীয়াজ।

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সংস্কারের জন্য প্রাথমিকভাবে ৬টি কমিশন গঠন এবং কমিশনের প্রধানদের নাম ঘোষণা করেন। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. শাহদীন মালিকের নাম উল্লেখ করা হয়েছিল। এই কমিশনের প্রধান হিসেবে তার পরিবর্তে আলী রীয়াজের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

রাষ্ট্রবিজ্ঞানী আলী রীয়াজ যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড অধ্যাপক, আটলান্টিক কাউন্সিলের সিনিয়র অনাবাসিক ফেলো ও আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (এআইবিএস) প্রেসিডেন্ট।

এ বিষয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ড. শাহদীন মালিক পেশাগত ব্যস্ততার কারণে সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালনে অপারগতা জানিয়েছেন। এ কারণে তাকে বাদ দিয়ে অধ্যাপক আলী রীয়াজকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার নতুন গঠিত ৬টি কমিশনের প্রধানদের নিয়ে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। সেখানে ৫টি কমিশনের প্রধান সশরীরে এবং অধ্যাপক আলী রীয়াজ ভার্চুয়ালি যুক্ত হবেন। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালনের জন্য শিগগিরই নিজ কর্মস্থল থেকে ছুটি নিয়ে দেশে ফিরবেন অধ্যাপক আলী রীয়াজ।
নিউজবিজয়২৪ডট কম/এফএইচএন