কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়ন ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরে ২ কোটি ৭১ লক্ষ ১৫ হাজার ৩৭০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে শহীদবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নানের সভাপতিত্বে বাজেট ঘোষণা করেন সচিব আবু সাইয়েম।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার তাহমিনা তারিন।
বক্তব্য রাখেন, কাউনিয়া কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সামাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম সেলিম, যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সদস্য কাওসার আলী, বেলাল হোসেন, নারী সদস্য গোলাপী বেগম, গোলেজা বেগম প্রমুখ।
ইউনিয়ন পরিষদের সচিব আবু সাইয়েম, ২০২২-২৩ অর্থ বছরের প্রত্যাশিত রাজস্ব আয় ৩৬ লাখ ১৯ হাজার ৫৮০ টাকা, সম্ভাব্য ব্যয় ৩৪ লাখ ১হাজার ২১০ টাকা, প্রত্যাশিত উন্নয়ন প্রাপ্তি ২ কোটি ৩৭ লাখ ১৪ হাজার ১৬০ টাকা এবং উন্নয়ন ব্যয় ২ কোটি ৩৭ লাখ ১৪ হাজার ১৬০ টাকা সহ মোট ২ কোটি ৭১ লক্ষ ১৫ হাজার ৩৭০ টাকার বাজেট ঘোষণা করেন।
ব্রেকিং :-
শহীদবাগ ইউনিয়ন উন্মুক্ত বাজেট ঘোষণা
- মো: মিজানুর রহমান, নিউজবিজয় প্রতিবেদক :-
- প্রকাশিত সময় :- ০৭:১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
- 278
জনপ্রিয় সংবাদ