লালমনিরহাটে সংসদ নির্বাচন করতে চান আমেরিকা প্রবাসী আমিনুর ইসলাম » NewsBijoy24 Online Newspaper of Bangladesh.
ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ২৭ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

লালমনিরহাটে সংসদ নির্বাচন করতে চান আমেরিকা প্রবাসী আমিনুর ইসলাম

  • নিউজবিজয় প্রতিবেদক :-
  • প্রকাশিত সময় :- ০৯:১৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
  • ৩৩০ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাট ২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে আমেরিকান প্রবাসী আমিনুর ইসলাম।

বৃহস্পতিবার (১২ই অক্টোবর) তার নিজ বাড়ি উত্তর মুসরত মদাতীতে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

তিনি বলেন,বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের বেকার সমস্যা একটি অন্যতম মুখ্য বিষয় হয়ে উঠেছে। দিন দিন বেকার সমস্যা প্রকট হয়ে উঠেছে। বেকারত্ব একটি দেশের অর্থনীতির উপর মারাত্মক চাপ তৈরি করে। বেকারত্ব জীবনের জন্য যেমন অভিশাপস্বরূপ, তেমনি জাতীয় জীবনের জন্য বিরাট বোঝা।

প্রবাসী আমিনুর ইসলাম ২০০৮ সাল থেকে লালমনিহাটের রাজনৈতিক দলগুলোর নেতাদের সাথে যোগাযোগ করেন এই অবহেলিত অঞ্চলে বেকার ও অসহায় জনগোষ্ঠীর জন্য টেকসই কিছু করার জন্য। কিন্তু তারা কখনোই এ ব্যাপারে তাকে কোন সমাধানযোগ্য মানসিকতা প্রদর্শন না করে উল্টো এ ব্যাপারে সবসময় তাকে নিরুৎসাহিত করেছে।
তারা নিরুৎসাহিত করলেও আমিনুর ইসলাম তার প্রচেষ্টাকে অব্যাহত রেখেছে। ইতিমধ্যে তিনি বেকারদের হাহাকার, তাদের দুঃখ কষ্টের ও অনুভূতি গুলো বিলবোর্ড এবং ব্যানারের মাধ্যমে প্রচার করে জেলার সকল মানুষের কাছে পৌছে দিয়েছেন।

আমেরিকা প্রবাসী আমিনুর ইসলাম সকলের উদ্দেশ্যে আরও বলেন, রাজনৈতিক দলের নেতারা বেকার যুবক যুবতীদের জন্য টেকসই কিছু না করে উল্টো এদের জীবন নিয়ে তামাশা করছে। তারা নিজের আখের গোছানো ছাড়া কখনোই বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাবার জন্য কার্যকরী কোন পদক্ষেপ গ্রহণ করেনি। কিন্তু বেকার সমস্যা সমাধানে তাদের জন্য আত্মকর্মসংস্থান সৃষ্টি ও এলাকার টেকসই উন্নয়ন ছাড়া কখনোই একটা জাতি উন্নত হতে পারেনা।
যার ফলে বেকার যুবক যুবতী ও অবহেলিত জনগোষ্ঠীর সুখের কথা চিন্তা করে বাংলাদেশ আইন সম্বলিত একটি হলফনামা প্রণয়ন করেন প্রবাসী আমিনুর ইসলাম। সেখানে উল্লেখ আছে তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে বেকার যুবক যুবতীর জন্য চাকরি, ব্যবসা এবং উন্নত দেশে কর্মসংস্থান নিশ্চিত করবেন।

নির্বাচিত হবার ৯০ দিন পর হতে এ তিনটি বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যে কোন অর্থ ছাড়াই বেকার যুবক যুবতীদের জন্য একটি পদ প্রদান করা হবে। উত্তীর্ণ হওয়ার পর প্রতিশ্রুতি ভঙ্গ করলে বাংলাদেশের প্রতারণা আইন ৪২০ ও ৪০৬ অনুযায়ী আইনগত দন্ডনীয় অপরাধে অভিযুক্ত হবেন।

নিউজবিজয়/এফএইচএন

আরো পড়ুন>> ১২ বছরেও চালু হয়নি ‘তিনবিঘা করিডোর এক্সপ্রেস’
বুড়িমারী আন্ত:নগর এক্সপ্রেস ট্রেনটি শুধুমাত্র স্বপ্নেই দেখা যাবে!

নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

লালমনিরহাটে সংসদ নির্বাচন করতে চান আমেরিকা প্রবাসী আমিনুর ইসলাম

প্রকাশিত সময় :- ০৯:১৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাট ২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে আমেরিকান প্রবাসী আমিনুর ইসলাম।

বৃহস্পতিবার (১২ই অক্টোবর) তার নিজ বাড়ি উত্তর মুসরত মদাতীতে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

তিনি বলেন,বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের বেকার সমস্যা একটি অন্যতম মুখ্য বিষয় হয়ে উঠেছে। দিন দিন বেকার সমস্যা প্রকট হয়ে উঠেছে। বেকারত্ব একটি দেশের অর্থনীতির উপর মারাত্মক চাপ তৈরি করে। বেকারত্ব জীবনের জন্য যেমন অভিশাপস্বরূপ, তেমনি জাতীয় জীবনের জন্য বিরাট বোঝা।

প্রবাসী আমিনুর ইসলাম ২০০৮ সাল থেকে লালমনিহাটের রাজনৈতিক দলগুলোর নেতাদের সাথে যোগাযোগ করেন এই অবহেলিত অঞ্চলে বেকার ও অসহায় জনগোষ্ঠীর জন্য টেকসই কিছু করার জন্য। কিন্তু তারা কখনোই এ ব্যাপারে তাকে কোন সমাধানযোগ্য মানসিকতা প্রদর্শন না করে উল্টো এ ব্যাপারে সবসময় তাকে নিরুৎসাহিত করেছে।
তারা নিরুৎসাহিত করলেও আমিনুর ইসলাম তার প্রচেষ্টাকে অব্যাহত রেখেছে। ইতিমধ্যে তিনি বেকারদের হাহাকার, তাদের দুঃখ কষ্টের ও অনুভূতি গুলো বিলবোর্ড এবং ব্যানারের মাধ্যমে প্রচার করে জেলার সকল মানুষের কাছে পৌছে দিয়েছেন।

আমেরিকা প্রবাসী আমিনুর ইসলাম সকলের উদ্দেশ্যে আরও বলেন, রাজনৈতিক দলের নেতারা বেকার যুবক যুবতীদের জন্য টেকসই কিছু না করে উল্টো এদের জীবন নিয়ে তামাশা করছে। তারা নিজের আখের গোছানো ছাড়া কখনোই বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাবার জন্য কার্যকরী কোন পদক্ষেপ গ্রহণ করেনি। কিন্তু বেকার সমস্যা সমাধানে তাদের জন্য আত্মকর্মসংস্থান সৃষ্টি ও এলাকার টেকসই উন্নয়ন ছাড়া কখনোই একটা জাতি উন্নত হতে পারেনা।
যার ফলে বেকার যুবক যুবতী ও অবহেলিত জনগোষ্ঠীর সুখের কথা চিন্তা করে বাংলাদেশ আইন সম্বলিত একটি হলফনামা প্রণয়ন করেন প্রবাসী আমিনুর ইসলাম। সেখানে উল্লেখ আছে তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে বেকার যুবক যুবতীর জন্য চাকরি, ব্যবসা এবং উন্নত দেশে কর্মসংস্থান নিশ্চিত করবেন।

নির্বাচিত হবার ৯০ দিন পর হতে এ তিনটি বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যে কোন অর্থ ছাড়াই বেকার যুবক যুবতীদের জন্য একটি পদ প্রদান করা হবে। উত্তীর্ণ হওয়ার পর প্রতিশ্রুতি ভঙ্গ করলে বাংলাদেশের প্রতারণা আইন ৪২০ ও ৪০৬ অনুযায়ী আইনগত দন্ডনীয় অপরাধে অভিযুক্ত হবেন।

নিউজবিজয়/এফএইচএন

আরো পড়ুন>> ১২ বছরেও চালু হয়নি ‘তিনবিঘা করিডোর এক্সপ্রেস’
বুড়িমারী আন্ত:নগর এক্সপ্রেস ট্রেনটি শুধুমাত্র স্বপ্নেই দেখা যাবে!