লালমনিরহাটের কালীগঞ্জ ও আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্র গুলোতে ভোটারের দেখা মিলছে না। ফলে অলস সময় কাটছে ভোট গ্রহণের দায়িত্বে থাকা কর্মকর্তাদের। তবে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। মঙ্গলবার জেলার কালীগঞ্জ উপজেলার কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে এ দৃশ্য দেখা যায়।
জানা গেছে, কালীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী রয়েছে। তবে সবার আলোচনায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এম পি-র ভাই ও ছেলেকে নিয়ে। ভাই মাহবুবজ্জামান আহমেদ ও ছেলে রাকিবুবজ্জামান আহমেদ দুই জনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। চাচা ভাতিজার এ লড়াইয়ে বিপাকে পড়েছেন সাধারণ ভোটাররা। ভোটার উপস্থিতি না হওয়ার অন্যতম কারণ বলে মনে করছেন অনেকেই।
দলগ্রাম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, একটি বুথে দুই ঘণ্টায় মাত্র ৭টি ভোট পড়েছে। খোদরপাড়া সরকারি প্রার্থমিক বিদ্যালয় গিয়েও দেখা যায় একই দৃশ্য।
কালীগঞ্জের ইউএনও জহির ঈমাম জানান, সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে।
আরও পড়ুন>>দুই ঘণ্টায় ভোট পড়েছে ৭-৮ শতাংশ : ইসি
নিউজবিজয়২৪/এফএইচএন