
লালমনিরহাটের বুড়িমারী জিরোপয়েন্ট এলাকায় পরকীয়া সন্দেহে সাহিদা বেগম নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী দুলাল হোসেনের বিরুদ্ধে।
শনিবার সন্ধ্যায় পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউপির মুগলিবাড়ি জিরোপয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাহিদা বেগম বুড়িমারী জিরোপয়েন্ট এলাকার দুলাল হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, খালাত বোন সাহিদাকে পছন্দ করে বিয়ে করেছিলেন দুলাল। তাদের সংসারে রয়েছে ছেলে-মেয়ে এবং নাতি-নাতনি। এ বয়সে এসে তাদের দাম্পত্ত জীবনে পরকীয়ার সন্দেহ বাসা বাঁধে। যা নিয়ে প্রায় ঝগড়া হয় তাদের। শনিবার ইফতারের পর আবারো তাদের মধ্য ঝগড়া হয়।
একপর্যায়ে দেশি অস্ত্র দিয়ে স্ত্রী সাহিদার মাথায় কোপ দেন দুলাল। এ সময় পরিবারের লোকজনরা তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তবে ঘটনার পরেই পালিয়েছেন দুলাল।
পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। পলাতক দুলালকে গ্রেফতারে কাজ করছে পুলিশ।