২০২২ – ২০২৩ জাতীয় বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বার্থ সংরক্ষণে দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি পেশ করেছে জেলা প্রতিবন্ধী সমাজ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে শহরের মিশন মোড় চত্ত্বরে লালমনিরহাট প্রতিবন্ধী সমাজের আয়োজনে প্রয় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে প্রেস রিলিজ ও বক্তারা ৬ দফা দাবি তুলে ধরে বলেন, মাসিক ৭৫০ টাকা থেকে দৈনিক ৩শত টাকা হারে মাসিক ভাতা ৯ হাজার টাকায় উন্নত করতে হবে।বর্তমানের সংক্ষিপ্ত সিলেবাস এর মত প্রতিবন্ধীদের সকল প্রতিষ্ঠানিক, বার্ষিক মূল্যায়ন পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস নিতে হবে। প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য মাসিক ভাতা ও শিক্ষা ভাতা উভয় নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিবন্ধী ব্যক্তিদের চাকুরিতে নিয়োগ এবং কর্মস্থান নিশ্চিতকরণের বিশেষ নীতিমালা প্রণয়ন করে চাকুরীর বয়সসীমা ৩২ থেকে ৩৫ এ উন্নতি করতে হবে। বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহে ১০ শতাংশ প্রতিবন্ধীদের নিয়োগের ৫ শতাংশ কর ছাড়ের নিয়মটি সংশোধন করে আনুপাতিক হারে ৫-৩ কর্মী নিয়োগ দিলে ৩-১ শতাংশ কর ছাড়ের বিধান করতে হবে। এসময় বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী সমাজের আহবায়ক মঞ্জু মিয়া, বার্নহাট কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষক স্বপ্না জামান, সম্মিলিত সাংস্কৃতি জোটের মিজানুর রহমান, রত্ননাই থিয়েটারপর সাধারণ সম্পাদক শামিম আহম্মেদ, সাংবাদিক মিলন পাটোয়ারি প্রমুখ।
লালমনিরহাটে জাতীয় বাজেটে প্রতিবন্ধীদের স্বার্থ সংরক্ষণে দাবিতে মানববন্ধন
- রকিবুল হাসান রিপন , স্টাফ রিপোর্টার:-
- প্রকাশিত সময় :- ০২:৩৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
- 224
জনপ্রিয় সংবাদ