ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

https://www.newsbijoy24.com/

লালমনিরহাটে ছাত্র সমন্বয়কের ওপর হামলা, গ্রেপ্তার ২

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গোলাম আজম (২৫) নামে এক সমন্বয়কের ওপর হামলার ঘটনা ঘটেছে। ওই ঘটনায় সহিদার রহমান দেদুল ও সজিব মিয়া নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সকালে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ আশরাফুজ্জামান সরকার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার সকালে পৌরসভার কোটতলী এলাকায় নিজ বাড়ির পাশের সড়কে এ হামলার শিকার হন গোলাম আজম। এ ঘটনায় তার বড় ভাই মাসুদ আলম বাদী হয়ে পাটগ্রাম থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই উপজেলায় ছাত্র সমন্বয়ক গোলাম আজমের সঙ্গে পারিবারিক তুচ্ছ ঘটনা নিয়ে বুধবার (১ জানুয়ারি) রাতে কথা কাটাকাটি হয় প্রতিবেশী দেদুল মিয়ার সঙ্গে। বৃহস্পতিবার সকালে পাটগ্রাম পৌরসভার কোটতলী এলাকায় হাঁটতে বের হন গোলাম আজম। এ সময় আগের দ্বন্দ্বের জেরে প্রতিবেশী সহিদার রহমান দেদুল (৫৯), তার ছেলে সজিব মিয়া (২৬) ও রহিদুল ইসলাম (৩২) তাকে মারধর করেন। এতে মাথায় ও পায়ে আঘাত পেয়ে আহত হন গোলাম আজম।

পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসক বিকেলে আজমকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠান।

পাটগ্রাম থানার ওসি আশরাফুজ্জামান সরকার জানান, এ ঘটনায় সজিব ও দেদুলকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। হামলার প্রতিবাদে এদিন বিকেলে জেলা শহরে বিক্ষোভ মিছিল ও চৌরঙ্গী মোড়ে প্রতিবাদ সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

এবার মোবাইল ইন্টারনেট নিয়ে সুখবর দিলো বিটিআরসি

লালমনিরহাটে ছাত্র সমন্বয়কের ওপর হামলা, গ্রেপ্তার ২

প্রকাশিত সময় :- ০৫:১৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গোলাম আজম (২৫) নামে এক সমন্বয়কের ওপর হামলার ঘটনা ঘটেছে। ওই ঘটনায় সহিদার রহমান দেদুল ও সজিব মিয়া নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সকালে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ আশরাফুজ্জামান সরকার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার সকালে পৌরসভার কোটতলী এলাকায় নিজ বাড়ির পাশের সড়কে এ হামলার শিকার হন গোলাম আজম। এ ঘটনায় তার বড় ভাই মাসুদ আলম বাদী হয়ে পাটগ্রাম থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই উপজেলায় ছাত্র সমন্বয়ক গোলাম আজমের সঙ্গে পারিবারিক তুচ্ছ ঘটনা নিয়ে বুধবার (১ জানুয়ারি) রাতে কথা কাটাকাটি হয় প্রতিবেশী দেদুল মিয়ার সঙ্গে। বৃহস্পতিবার সকালে পাটগ্রাম পৌরসভার কোটতলী এলাকায় হাঁটতে বের হন গোলাম আজম। এ সময় আগের দ্বন্দ্বের জেরে প্রতিবেশী সহিদার রহমান দেদুল (৫৯), তার ছেলে সজিব মিয়া (২৬) ও রহিদুল ইসলাম (৩২) তাকে মারধর করেন। এতে মাথায় ও পায়ে আঘাত পেয়ে আহত হন গোলাম আজম।

পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসক বিকেলে আজমকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠান।

পাটগ্রাম থানার ওসি আশরাফুজ্জামান সরকার জানান, এ ঘটনায় সজিব ও দেদুলকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। হামলার প্রতিবাদে এদিন বিকেলে জেলা শহরে বিক্ষোভ মিছিল ও চৌরঙ্গী মোড়ে প্রতিবাদ সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন