লালমনিরহাটের হাতীবান্ধায় সরকার কতৃক অনুমোদিত ব্রাক, স্কয়ার ও এ্যাপেক্স গ্রুপের যৌথ পরিচালনায় গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স এর একদিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষনে রংপুর বিভাগের কুড়িগ্রাম, লালমনিরহাট ও নিলফামারী জেলার ১০০জন প্রশিক্ষনার্থীকে প্রশিক্ষণ দেয়া হয়।
মঙ্গলবার (১৭ মে) দুপুরে উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের পারুলীয়া বি.এম কলেজ হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স এর ভি.পি. রংপুর রিজিয়ন আব্দুল মান্নান, ডি.আর.এম রংপুর রিজিয়ন রনঞ্জু মিয়া, লালমনিরহাট অঞ্চল এ.এম দেবাষীশ রায়, ট্রেইনার শাকিব রেজওয়ানসহ ব্রাঞ্জ ম্যানেজার, ইউনিট ম্যানেজার, ফিল্ড অফিসারগন।