র‌্যাব হেফাজতে নারীর মৃত্যু : প্রতিবেদনে হাইকোর্টের অসন্তোষ » NewsBijoy24 Online Newspaper of Bangladesh.
ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ২৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

র‌্যাব হেফাজতে নারীর মৃত্যু : প্রতিবেদনে হাইকোর্টের অসন্তোষ

  • নিউজ বিজয় ডেস্ক :-
  • প্রকাশিত সময় :- ০৩:০৪:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
  • ২৭৬ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

নওগাঁয় র‌্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটির তদন্ত প্রতিবেদনটি অস্পষ্ট, এ জন্য অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট।

আজ রোববার (১৫ অক্টোবর) বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে তদন্ত প্রতিবেদনটি জমা দিলে আদালত তা দেখে অসন্তুষ্টি প্রকাশ করেন। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ২৯ নভেম্বর দিন ধার্য করেন আদালত।

এ সময় আদালত বলেন, আইন অনুযায়ী সেই নারীকে থানায় নেওয়া হয়নি। এ ছাড়া তাকে গ্রেফতারের পর আত্মীয়-স্বজনকে জানানো হয়েছিল কি না, সে বিষয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

এর আগে গত ২০ আগস্ট তদন্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিলের পর আদালত বলেন, এটি পর্যালোচনা করে আদেশ দেওয়া হবে। এ সময় বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি বলেন, অনেক বড় রিপোর্ট এটি, কোনো কপি করা হবে না। পুরোটা পড়েই আদেশ দিতে হবে।

গত ১৩ আগস্ট নওগাঁয় র‌্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটিকে প্রতিবেদন দাখিলের জন্য দুই মাস সময় বেঁধে দেন হাইকোর্ট। আদালত বলেন, এটা সেনসিটিভ ম্যাটার। বারবার সময় দেওয়া হবে না। দুই মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে।

সুলতানা জেসমিন নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে অফিস সহকারী পদে চাকরি করতেন। র‌্যাবের দাবি, প্রতারণার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য গত ১৯ মার্চ তাকে আটক করা হয়। আটকের পর অসুস্থ হয়ে তিনি মারা যান।

নিহতের স্বজনদের অভিযোগ, হেফাজতে নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে গত ২৭ মার্চ তা আদালতের নজরে আনা হয়। এরই ধারাবাহিকতায় জনস্বার্থে রিট দায়ের করা হয় হাইকোর্টে।

নিউজবিজয়/এফএইচএন

নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

রাজধানীতে সোমবার যেসব মার্কেট বন্ধ

https://i0.wp.com/www.bd-pratidin.com/assets/newDesktop/sp-img/dengu-desktop.gif?ssl=1

র‌্যাব হেফাজতে নারীর মৃত্যু : প্রতিবেদনে হাইকোর্টের অসন্তোষ

প্রকাশিত সময় :- ০৩:০৪:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩

নওগাঁয় র‌্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটির তদন্ত প্রতিবেদনটি অস্পষ্ট, এ জন্য অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট।

আজ রোববার (১৫ অক্টোবর) বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে তদন্ত প্রতিবেদনটি জমা দিলে আদালত তা দেখে অসন্তুষ্টি প্রকাশ করেন। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ২৯ নভেম্বর দিন ধার্য করেন আদালত।

এ সময় আদালত বলেন, আইন অনুযায়ী সেই নারীকে থানায় নেওয়া হয়নি। এ ছাড়া তাকে গ্রেফতারের পর আত্মীয়-স্বজনকে জানানো হয়েছিল কি না, সে বিষয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

এর আগে গত ২০ আগস্ট তদন্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিলের পর আদালত বলেন, এটি পর্যালোচনা করে আদেশ দেওয়া হবে। এ সময় বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি বলেন, অনেক বড় রিপোর্ট এটি, কোনো কপি করা হবে না। পুরোটা পড়েই আদেশ দিতে হবে।

গত ১৩ আগস্ট নওগাঁয় র‌্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটিকে প্রতিবেদন দাখিলের জন্য দুই মাস সময় বেঁধে দেন হাইকোর্ট। আদালত বলেন, এটা সেনসিটিভ ম্যাটার। বারবার সময় দেওয়া হবে না। দুই মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে।

সুলতানা জেসমিন নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে অফিস সহকারী পদে চাকরি করতেন। র‌্যাবের দাবি, প্রতারণার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য গত ১৯ মার্চ তাকে আটক করা হয়। আটকের পর অসুস্থ হয়ে তিনি মারা যান।

নিহতের স্বজনদের অভিযোগ, হেফাজতে নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে গত ২৭ মার্চ তা আদালতের নজরে আনা হয়। এরই ধারাবাহিকতায় জনস্বার্থে রিট দায়ের করা হয় হাইকোর্টে।

নিউজবিজয়/এফএইচএন