ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

রৌমারী সীমান্ত কৃষকদের পাকা ধানে মই দিয়েছে ভারতীয় বন্য হাতির দল

সীমান্ত এলাকায় বন্য হাতির তান্ডবে দিশাহারা সীমান্ত এলাকার কৃষির উপর নির্ভরশীল কৃষকরা। পাকা ধানে মই দেওয়ার ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের সীমান্ত ঘেষা, আলগারচর, সীমান্তে। সীমান্তের কাঁটাতারের বেড়া ডেঙ্গিয়ে দুদেশের সীমান্ত পিলার ১০৭১/১০৭২ছদুই পিলারের মাঝামাঝি সীমান্ত ্পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে রাত্রি ১২ টার দিকে। পরে সীমান্তবর্তী এলাকার কৃষকরা জানতে পারে পাকা ধানে মই দিচ্ছে ভারতীয় বন্য হাতির। পরে জীবনের ঝুকি নিয়ে কৃষকরা ভারতীয় বন্য হাতিকে তাড়ানোর চেষ্টা করেও তাড়াতে পারেনি । সীমান্তবাসিরা জানিয়েছেন প্রতিবছর এভাবেই হাতি এসে ব্যাপকভাবে কৃষকদের ক্ষতি হলেও কোন প্রতিকার পায়নি তারা। কৃষক রবিউল ইসলাম, ছফিয়াল ইসলাম, ফরজ আলী, ফফিজল হকসহ অনেকর সঙ্গে কথা বলে জানা গেছে পাকা ধান কেটে জমি জমিয়ে রাখা ধানসহ অকাটা ধান খেয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। রবিউল এর দুই বিঘা জমির কাটার ধান খেয়ে পাড়িয়ে শেষ করেছে এতে প্রায়ই ১০০ থেকে ১২০ মন ধান হাতির পেটে। ছফিয়াল ইসলাম বলেন আমার প্রায় চার বিঘা জমির পাকা ধানের উপর দিয়ে হাতির গড়াগড়িতে বিনষ্ট হয়েছে। ফরজ আলী জানায় বুধবার রাত আনুমানিক ১২ টার দিকে ৩০থেকে ৩৫ টি হাতি তান্ডব চালিয়ে খেতে থাকা মিশিন এবং মিশিন ঘরসহ ভাংচর চালায় এতে ব্যাপক পাকা ধানের ক্ষতি করেছে।
এবিষয় বালিয়ামারী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার জানান ভারতীয় হাতি বাংলাদেশ প্রবেশ করেছে খবর পেয়ে টহলে লোক পাঠানো হয়েছে।
রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন ক্ষতিগ্রস্তের তালিকা করা হচ্ছে।

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

দেশে গুম হওয়াদের সন্ধানে গণবিজ্ঞপ্তি

রৌমারী সীমান্ত কৃষকদের পাকা ধানে মই দিয়েছে ভারতীয় বন্য হাতির দল

প্রকাশিত সময় :- ১১:৪৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২

সীমান্ত এলাকায় বন্য হাতির তান্ডবে দিশাহারা সীমান্ত এলাকার কৃষির উপর নির্ভরশীল কৃষকরা। পাকা ধানে মই দেওয়ার ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের সীমান্ত ঘেষা, আলগারচর, সীমান্তে। সীমান্তের কাঁটাতারের বেড়া ডেঙ্গিয়ে দুদেশের সীমান্ত পিলার ১০৭১/১০৭২ছদুই পিলারের মাঝামাঝি সীমান্ত ্পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে রাত্রি ১২ টার দিকে। পরে সীমান্তবর্তী এলাকার কৃষকরা জানতে পারে পাকা ধানে মই দিচ্ছে ভারতীয় বন্য হাতির। পরে জীবনের ঝুকি নিয়ে কৃষকরা ভারতীয় বন্য হাতিকে তাড়ানোর চেষ্টা করেও তাড়াতে পারেনি । সীমান্তবাসিরা জানিয়েছেন প্রতিবছর এভাবেই হাতি এসে ব্যাপকভাবে কৃষকদের ক্ষতি হলেও কোন প্রতিকার পায়নি তারা। কৃষক রবিউল ইসলাম, ছফিয়াল ইসলাম, ফরজ আলী, ফফিজল হকসহ অনেকর সঙ্গে কথা বলে জানা গেছে পাকা ধান কেটে জমি জমিয়ে রাখা ধানসহ অকাটা ধান খেয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। রবিউল এর দুই বিঘা জমির কাটার ধান খেয়ে পাড়িয়ে শেষ করেছে এতে প্রায়ই ১০০ থেকে ১২০ মন ধান হাতির পেটে। ছফিয়াল ইসলাম বলেন আমার প্রায় চার বিঘা জমির পাকা ধানের উপর দিয়ে হাতির গড়াগড়িতে বিনষ্ট হয়েছে। ফরজ আলী জানায় বুধবার রাত আনুমানিক ১২ টার দিকে ৩০থেকে ৩৫ টি হাতি তান্ডব চালিয়ে খেতে থাকা মিশিন এবং মিশিন ঘরসহ ভাংচর চালায় এতে ব্যাপক পাকা ধানের ক্ষতি করেছে।
এবিষয় বালিয়ামারী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার জানান ভারতীয় হাতি বাংলাদেশ প্রবেশ করেছে খবর পেয়ে টহলে লোক পাঠানো হয়েছে।
রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন ক্ষতিগ্রস্তের তালিকা করা হচ্ছে।