ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

রৌমারী ভুল কাগজে সই না করায় হিসাব রক্ষণ কর্মকর্তাকে পেটালেন জামাত নেতা

‌কু‌ড়িগ্রা‌মের রৌমারী‌তে অবস‌রকালীন ভাতার ভুল কাগজে স্বাক্ষর না দেওয়ায় উপ‌জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা‌কে মার‌পি‌টের অ‌ভি‌যোগ উঠে‌ছে জামায়াত নেতার বিরুদ্ধে। মঙ্গলবার (১৭ জুন) দুপু‌রে উপ‌জেলা হিসাবরক্ষণ কার্যাল‌য়ে এ ঘটনাটি ঘ‌টে। এ সময় ওই কর্মকর্তা‌কে রক্ষা কর‌তে‌ গি‌য়ে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সের কোষাধক্ষ রাজা মিয়াকেও ঘুষি মেরে আহত করেন ।
বিষয়‌টি নি‌য়ে উপ‌জেলা জু‌ড়েই এক চাঞ্চ‌ল্যের সৃ‌ষ্টি হয়।
অফিস ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গে‌ছে, রৌমারী উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের সি‌নিয়র স্টাফ নার্স রৌমারী সদর ইউনিয়নের কলেজপাড়া গ্রামের বাসিন্দা আতুয়ারা খাতুনের স্বামী কাদের মোল্লাহ উপজেলা একজন জামায়াত কর্মী।

দুপু‌রের দিকে জামায়াতের নেতাকর্মী‌কে নি‌য়ে স্ত্রীর অবসরকালীন ভাতার কাগজ পত্র নিয়ে উপ‌জেলা হিসাবরক্ষণ কার্যাল‌য়ে যান। এ সময় উপস্থিত ছি‌লেন, উপ‌জেলা জামায়া‌তের আমির মাও. হায়দার আলী সাবেক আমীর মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
আলোচনার এক পর্যায়ে উত্তে‌জিত হ‌য়ে জামায়া‌তের রৌমারী সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সভাপতি আনোয়ার হোসেনসহ ক‌য়েকজন নেতাকর্মী উপ‌জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সাইদুজ্জামানকে মারধর করেন। এ সময় তা‌কে রক্ষা কর‌তে গি‌য়ে রৌমারী উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্নে ক‌্যা‌শিয়ার রাজা মিয়াকেও পিটিয়ে আহত করেন ।

উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের ক‌্যা‌শিয়ার রাজা মিয়া ব‌লেন, কোন কিছু বুঝে ওঠার আগেই হিসাবরক্ষণ কর্মকর্তার কলার ধরে ফেলে আমি বাধা দিতে গেলে আমাকেও মারপিট করেন।

আরও পড়ুন>>বিএনপি নেতার নৌকা মার্কায় ভোট চাওয়া! অবশেষে গন্তব্য জেলখানা

উপ‌জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সাইদুজ্জামান ব‌লেন, সি‌নিয়র স্টাফ নার্স আতুয়ারা খাতুন অবসরের ইনক্রিমেন্ট এর বি‌লের জন‌্য চাপ দিচ্ছিল। ত‌বে তার কিছু কাগজ ভুল থাকায় বি‌লে স্বাক্ষর করা হয়নি। আজ (জামায়াত) নেতারা এসে বি‌লে স্বাক্ষর নেওয়ার জন‌্য চাপ দি‌লে আমি অস্বীকৃ‌তি জানাই। এ সময় তারা আম‌া‌কে মারধর ক‌রে।

রৌমারী উপজেলা জামায়া‌তের আমির হায়দার আলী ব‌লেন, ওই না‌র্সের স্বামী আমা‌দের দ‌লের একজন কর্মী। তার স্ত্রীকে বিল প্রদান না ক‌রে ওই কর্মকর্তা হয়রা‌নি কর‌ছি‌লেন। এ জন‌্য আমা‌দের দ‌লের ক‌য়েকজন নেতাকর্মী‌ সেখা‌নে যায়। এতে উভ‌য়ের ম‌ধ্যে হাতাহাতি হয়। প‌রে আমি বিষয়‌টি মিমাংসা ক‌রে দি‌ছি।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কোমার হালদার ব‌লেন বিষয়টি অবগত নই আমি ছুটিতে আছি। তবে খোঁজ দিয়ে দেখছি কি ঘটেছে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন :-

নিউজ বিজয়ের সম্পর্কে

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার মা-বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।
জনপ্রিয় সংবাদ

রৌমারী ভুল কাগজে সই না করায় হিসাব রক্ষণ কর্মকর্তাকে পেটালেন জামাত নেতা

প্রকাশিত সময়:- ০৭:১৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫

‌কু‌ড়িগ্রা‌মের রৌমারী‌তে অবস‌রকালীন ভাতার ভুল কাগজে স্বাক্ষর না দেওয়ায় উপ‌জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা‌কে মার‌পি‌টের অ‌ভি‌যোগ উঠে‌ছে জামায়াত নেতার বিরুদ্ধে। মঙ্গলবার (১৭ জুন) দুপু‌রে উপ‌জেলা হিসাবরক্ষণ কার্যাল‌য়ে এ ঘটনাটি ঘ‌টে। এ সময় ওই কর্মকর্তা‌কে রক্ষা কর‌তে‌ গি‌য়ে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সের কোষাধক্ষ রাজা মিয়াকেও ঘুষি মেরে আহত করেন ।
বিষয়‌টি নি‌য়ে উপ‌জেলা জু‌ড়েই এক চাঞ্চ‌ল্যের সৃ‌ষ্টি হয়।
অফিস ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গে‌ছে, রৌমারী উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের সি‌নিয়র স্টাফ নার্স রৌমারী সদর ইউনিয়নের কলেজপাড়া গ্রামের বাসিন্দা আতুয়ারা খাতুনের স্বামী কাদের মোল্লাহ উপজেলা একজন জামায়াত কর্মী।

দুপু‌রের দিকে জামায়াতের নেতাকর্মী‌কে নি‌য়ে স্ত্রীর অবসরকালীন ভাতার কাগজ পত্র নিয়ে উপ‌জেলা হিসাবরক্ষণ কার্যাল‌য়ে যান। এ সময় উপস্থিত ছি‌লেন, উপ‌জেলা জামায়া‌তের আমির মাও. হায়দার আলী সাবেক আমীর মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
আলোচনার এক পর্যায়ে উত্তে‌জিত হ‌য়ে জামায়া‌তের রৌমারী সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সভাপতি আনোয়ার হোসেনসহ ক‌য়েকজন নেতাকর্মী উপ‌জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সাইদুজ্জামানকে মারধর করেন। এ সময় তা‌কে রক্ষা কর‌তে গি‌য়ে রৌমারী উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্নে ক‌্যা‌শিয়ার রাজা মিয়াকেও পিটিয়ে আহত করেন ।

উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের ক‌্যা‌শিয়ার রাজা মিয়া ব‌লেন, কোন কিছু বুঝে ওঠার আগেই হিসাবরক্ষণ কর্মকর্তার কলার ধরে ফেলে আমি বাধা দিতে গেলে আমাকেও মারপিট করেন।

আরও পড়ুন>>বিএনপি নেতার নৌকা মার্কায় ভোট চাওয়া! অবশেষে গন্তব্য জেলখানা

উপ‌জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সাইদুজ্জামান ব‌লেন, সি‌নিয়র স্টাফ নার্স আতুয়ারা খাতুন অবসরের ইনক্রিমেন্ট এর বি‌লের জন‌্য চাপ দিচ্ছিল। ত‌বে তার কিছু কাগজ ভুল থাকায় বি‌লে স্বাক্ষর করা হয়নি। আজ (জামায়াত) নেতারা এসে বি‌লে স্বাক্ষর নেওয়ার জন‌্য চাপ দি‌লে আমি অস্বীকৃ‌তি জানাই। এ সময় তারা আম‌া‌কে মারধর ক‌রে।

রৌমারী উপজেলা জামায়া‌তের আমির হায়দার আলী ব‌লেন, ওই না‌র্সের স্বামী আমা‌দের দ‌লের একজন কর্মী। তার স্ত্রীকে বিল প্রদান না ক‌রে ওই কর্মকর্তা হয়রা‌নি কর‌ছি‌লেন। এ জন‌্য আমা‌দের দ‌লের ক‌য়েকজন নেতাকর্মী‌ সেখা‌নে যায়। এতে উভ‌য়ের ম‌ধ্যে হাতাহাতি হয়। প‌রে আমি বিষয়‌টি মিমাংসা ক‌রে দি‌ছি।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কোমার হালদার ব‌লেন বিষয়টি অবগত নই আমি ছুটিতে আছি। তবে খোঁজ দিয়ে দেখছি কি ঘটেছে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন