ঢাকা ০২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রৌমারী চলতি মৌসুমে ধানে মাজরা পোকার আক্রমণে দিশেহাড়া কৃষকরা

 
   NewsBijoy24.Com সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।

এবার কুড়িগ্রামের রৌমারীর আউশ চাষি কৃষকরা মাজরা পোকা দমনে দিশেহারা হয়ে পড়েছেন। পোকা দমন বা নিধনে উপজেলা কৃষি অফিসের কোনো ধরনের সহায়তা পাচ্ছেন না বলে কৃষকদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। বুধবার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের বিভিন্ন গ্রামের মাঠে গিয়ে দেখা গেছে, প্রায় সব জমির আউশ ধানের গাছে ব্যাপকভাবে মাজরা পোকা আক্রমণ করেছে। মাজরা পোকার আক্রমণের কারণে অধিকাংশ ধানের শীর্ষ সাদা হয়ে বের হচ্ছে। প্রায় কৃষকের জমিতে ব্যাপকভাবে মাজরা পোকা আক্রমণ করেছে। পোকা দমনের জন্য প্রায় সব কৃষক বিভিন্ন জাতের কীটনাশক ব্যবহার করছেন, কিন্তু কিছুতেই থামানো যাচ্ছে না মাজরার। মাজরার পাশাপাশি ধানগাছে ঘাসফড়িং পোকারও আক্রমণ লক্ষ্য করা গেছে। আউশ চাষি লৎফর রহমান,বেরাজল হক,সরিফ উদ্দিন,সাখিম উদ্দিনসহ আরও অনেকেই জানান, ভূট্রা উঠিয়ে সব জমিতে প্রতিবছর আউশ চাষ করে থাকি। প্রতিবছরের ন্যায় এবারও আউশ ধান চাষ করেছি কিন্তু অন্যান্য বছরে যেভাবে আমরা ফসল পেয়ে থাকি এবার সেটি হচ্ছেনা। কারন প্রতিটা ধানের শীর্ষ সাদা হয়ে বের হচ্ছে। তারপর পোকা দমনের জন্য যে যেভাবে পড়ামর্শ দিয়েছে সেভাবেই কীটনাশক ব্যবহার করেও কোন প্রতিকার পাওয়া যায়নি। অপরদিকে রৌমারী কৃষি কর্মকর্তারা উপজেলার বাইরে যাওয়া বা কৃষকের ক্ষয়ক্ষতির বিষয় গুলো কৃষকের সঙ্গে শেয়ার করে যেভাবে পড়ামর্শ দেয়ার কথা সেভাবে তারা মাঠেই আসেনা।

এবিষয় রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধরী তার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন আউশ মৌসুমে উপজেলায় প্রায় ১৩শো হেক্টর জমিতে আউশের চাষ হয়েছে। মাজরা পোকার আক্রমন থেকে রক্ষা পেতে যেভাবে পদক্ষেপ নেয়ার দরকার সেভাবে, না নিলে পোকা দমন করা সম্ভব নয়। তারপর আমাদের কাছে এসে বলতে হবে মাজরা পোকা দমন হচ্ছেনা। তারা তাদের মতো করে কীটনাশক ব্যবহার করলে হবেনা।
নিউজবিজয়/এফএইচএন

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

নামাজের সময়সূচি: ১২ ডিসেম্বর ২০২৪

রৌমারী চলতি মৌসুমে ধানে মাজরা পোকার আক্রমণে দিশেহাড়া কৃষকরা

প্রকাশিত সময় :- ০৬:১৪:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২
 
   NewsBijoy24.Com সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।

এবার কুড়িগ্রামের রৌমারীর আউশ চাষি কৃষকরা মাজরা পোকা দমনে দিশেহারা হয়ে পড়েছেন। পোকা দমন বা নিধনে উপজেলা কৃষি অফিসের কোনো ধরনের সহায়তা পাচ্ছেন না বলে কৃষকদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। বুধবার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের বিভিন্ন গ্রামের মাঠে গিয়ে দেখা গেছে, প্রায় সব জমির আউশ ধানের গাছে ব্যাপকভাবে মাজরা পোকা আক্রমণ করেছে। মাজরা পোকার আক্রমণের কারণে অধিকাংশ ধানের শীর্ষ সাদা হয়ে বের হচ্ছে। প্রায় কৃষকের জমিতে ব্যাপকভাবে মাজরা পোকা আক্রমণ করেছে। পোকা দমনের জন্য প্রায় সব কৃষক বিভিন্ন জাতের কীটনাশক ব্যবহার করছেন, কিন্তু কিছুতেই থামানো যাচ্ছে না মাজরার। মাজরার পাশাপাশি ধানগাছে ঘাসফড়িং পোকারও আক্রমণ লক্ষ্য করা গেছে। আউশ চাষি লৎফর রহমান,বেরাজল হক,সরিফ উদ্দিন,সাখিম উদ্দিনসহ আরও অনেকেই জানান, ভূট্রা উঠিয়ে সব জমিতে প্রতিবছর আউশ চাষ করে থাকি। প্রতিবছরের ন্যায় এবারও আউশ ধান চাষ করেছি কিন্তু অন্যান্য বছরে যেভাবে আমরা ফসল পেয়ে থাকি এবার সেটি হচ্ছেনা। কারন প্রতিটা ধানের শীর্ষ সাদা হয়ে বের হচ্ছে। তারপর পোকা দমনের জন্য যে যেভাবে পড়ামর্শ দিয়েছে সেভাবেই কীটনাশক ব্যবহার করেও কোন প্রতিকার পাওয়া যায়নি। অপরদিকে রৌমারী কৃষি কর্মকর্তারা উপজেলার বাইরে যাওয়া বা কৃষকের ক্ষয়ক্ষতির বিষয় গুলো কৃষকের সঙ্গে শেয়ার করে যেভাবে পড়ামর্শ দেয়ার কথা সেভাবে তারা মাঠেই আসেনা।

এবিষয় রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধরী তার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন আউশ মৌসুমে উপজেলায় প্রায় ১৩শো হেক্টর জমিতে আউশের চাষ হয়েছে। মাজরা পোকার আক্রমন থেকে রক্ষা পেতে যেভাবে পদক্ষেপ নেয়ার দরকার সেভাবে, না নিলে পোকা দমন করা সম্ভব নয়। তারপর আমাদের কাছে এসে বলতে হবে মাজরা পোকা দমন হচ্ছেনা। তারা তাদের মতো করে কীটনাশক ব্যবহার করলে হবেনা।
নিউজবিজয়/এফএইচএন