গলায় ফাসঁ নিয়ে আত্মহত্যার ঘটনাটি রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের কলেজ পাড়া গ্রামে ঘটেছে। এলাকা সুত্রে জানা গেছে দীর্ঘদিন ধরেই একটি মটর সাইকেল এর দাবী জানি আসছিলেন বাবার কাছে,মটর সাইকেল কিনে না দেওয়ায়
আত্মহত্যার পথ বেচে নিলেন হাফেজ আব্দুল্লাহ। মৃত্যু আব্দুল্লাহ এর পরিবার সুত্রে জানা গেছে ঘটনাটি ঘটেছে ১৯ জুলাই ভোর রাতে। গলায় ফাস নিয়ে আত্মহত্যার বিষয়টি পরিবারের কেউ জানতেন না সকালবেলা যখন দরজা খুলছেনা তখনই খোজ নিয়ে দেখে ফ্যানের সঙ্গে রশি লাগিয়ে গলায় ফাস নিয়েছে। তখন চিৎকার করলে আশপাশের লোকজন ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে হাফেজ আব্দুল্লাহ এর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গাড়ী না পেয়ে বাবার সাথে অভিমান করে আত্মহত্যা করা একজন হাফেজ এর মানায়না এমনটি ভাবছেন এলাকাবাসিগন। মৃত্যু হাফেজ আব্দুল্লাহ রৌমারী কলেজ পাড়া গ্রামের আকতার হোসেন এর পুত্র। পরে কারর কোন অভিযোগ না থাকায় তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পূন্ন করা হয়েছে।
আত্মহত্যার বিষয় রৌমারী থানা ইনর্চাজ রুপ কুমার সরকার তার কাছে জানতে চাইলে নিতি জানায় আব্দুল্লাহ একজন হাফেজ বাবার কাছে মটর সাইকেল কিনে চেয়েছিলেন। বাবা একজন প্রবাসী মটর সাইকেল কিনে না দেওয়ায় অভিমান করে আত্মহত্যা করেন। আর কোন বিষয় নেই মটর সাইকেল কিনে দিলেই এঘটনাটি হয়তোবা ঘটতো না।
নিউজবিজয়/এফএইচএন