কুড়িগ্রামের রৌমারীতে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ টার দিকে বাংলাদেশ যুব অধিকার পরিষদের উপজেলা কমিটির উদ্দ্যোগে এক বণ্যাঢ্য র্যালি বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তুরা রোডে একটি দোকানে মিলিত হয়। পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় বক্তব্য রাখেন, আকতারুল ইসলাম কেন্দ্রী কার্যকারী সদস্য বাংলাদেশ যুব অধিকার পরিষদ, হাবিবুর রহমান হাবিব আহ্বায়ক বাংলাদেশ যুব অধিকার পরিষদ রৌমারী শাখা, কবির হোসেন সদস্য সচিব গণ অধিকার পরিষদ প্রমুখ। এছাড়া বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তারা বিগত সরকারের সমালোচনা করে বলেন, আমরা আগামী দিনের সুন্দর ও শান্তিময় দেশের ন্যায় কাজ করে যেতে চাই। যেখানে দুর্নীতি সেখানেই আমরা রুখে দাড়াবো। আগামি দিনে আর যাতে ধ্বংশ না হয় সেদিকে দৃষ্টি থাকবে।
নিউজবিজয়২৪/এফএইচএন
ব্রেকিং :-
রৌমারীতে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- মাজহারুল ইসলাম, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ-
- প্রকাশিত সময় :- ০৭:০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪
- 30
জনপ্রিয় সংবাদ