রৌমারীতে উপজেলা মাসিক সভায় রৌমারী’র সার্বিক বিষয় নিয়ে অভিযোগের শেষ নেই।
বিগত আওয়ামী সরকারের শাসনামলে নিয়মনীতি বহিভূত সকল স্থরে অরাজকতা বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে সমম্বয়ক মনিরুল ইসলাম রবি তার বক্তব্যে বলেন,দেশ নতুন করে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে সৈরশাসক আওয়ামী সরকারের নৈরাজ্যের পতন হয়েছে। সৈরশাসনের পতনের পর ছাত্র জনতার সমন্বয়ে অন্তবর্র্তিকালীন সরকারের শাসনামল হবে ন্যায়নীতি পরায়ণ দূনীতি মুক্ত। কোনভাবেই ছ্ত্রা জনতা দূনীতিকে প্রশ্রয় দেয়না দিবেনা। আমরা মনেকরি গত ৫ আগষ্ট অবৈধ অগণতান্ত্রিক সরকারের পতন ঘটিয়ে দেশ নতুন করে স্বাধীনতা অর্জন করেছে। সারাদেশের ন্যায় রৌমারী প্রশাসন চলবে দূনীতি মুক্ত। তবে কয়েকদিনের সরেজমিন চিত্রে দেখাগেছে রৌমারী’র বিভিন্ন দপ্তরে চলছে ঘুষ ও চাঁদাবাজি বানিজ্য। রৌমারী ভূমি অফিস, ফেরি ও নৌকা ঘাট, নৌকা বা ফেরিতে মোটর সাইকেল পারাপারে হয়রানি, বাস ট্রাকে চাঁদাবাজি, রৌমারী হাট বাজারে গরু-মহিষ ক্রেতা-বিক্রেতা উভয়ের নিকট হতে খাজনা আদায়, মাদকে ছয়লাপ, হাট-বাজার মনিটরিং এ অবহেলাসহ নানা দূনীতির অভিযোগ উত্থাপিত করেন। এছাড়া সকল দপ্তর প্রধান নিজনিজ দপ্তরের কার্যক্রম ও দাবীদফা উত্থাপন করেন। পরিশেষে উপজেলা মাসিক সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খাঁন বলেন, সভায় উত্থাপিত সকল দূনীতি বিষয়ে কঠোর হাতে দমন করা হবে। এছাড়া মাদকের বিষয়ে আইন শৃংখোলা বাহিনীকে জিরো টলারেন্স ঘোষনা করতে বলেন।
নিউজবিজয়২৪/এফএইচএন