চাচাতো বোনের কাছে আম ভর্তা চেয়ে না পাওয়ার বেদনায় অভিমান করে গলায় ফাস নিয়ে আত্মহত্যা পথ বেচে নিয়েছে বলে জানায়।
এ অদৃশ্যমান রহস্যজনক ঘটনাটি ঘটেছে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের চর লাঠিয়াল ডাঙ্গা গ্রাম নামক স্থানে ।
এলাকাবাসীর বরাত দিয়ে জানা গেছে চর লাঠিয়াল ডাঙ্গা গ্রামের মাইদুল ইসলাম এর নয় বছরের শিশু কন্যা বাধবী নামে আত্মহত্যা করে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেল চার ঘটিকার দিকে সঙ্গে থাকা ওড়না গলায় পেচিয়ে মাচার উপর উঠে ধর্নার সাথে বেধে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। পরে খবর পেয়ে রৌমারী থানাঃ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতের স্রোত হাল দেখেন ।
এলাকাবাসী সুত্রে জানা গেছে চাচাতো বোন আম ভর্তা করে খাচ্ছে মাধবী আম ভর্তা চাচাতো বোনের কাছে খাইতে ইচ্ছে পোষণ করে।
চাচাতো বোনের কাছে মাদবী আম ভর্তা না পাওয়ার বেদনার অভিমানে সঙ্গে থাকা ওড়না
গলায় পেচিয়ে এঘটনা ঘটানো হয়।
এদিকে মাধবীকে খুঁজে পাচ্ছে না বাবা মা পরে এদিক ওদিকে খোজে পাওয়া না গেলে ঘরে গিয়ে দেখে ধর্নার উপর ঝুলন্ত লাশ।
চিৎকার দিলে পার্শ্ববর্তী লোক এসে ঝুলন্ত মরদেহ গলার ওড়না খুলে লাশ মাটিতে নামিয়েছে বলে তারা জানান। তবে ঘটনাটি রহস্যজনক অনেকেই আলোচনা করছেন।
নয় বছরের শিশু কন্যার ঘটনাটিকে মেনে নিতেও পারছেনা সচেতন মহল।
এবিষয়ে রৌমারী থানাঃ ইনচার্জ মোনতাছের বিল্লাহ জানান গলায় ফাস নিয়ে আত্মহত্যার বিষয়টি রহস্যজনক হওয়ায় লাশ মর্গে প্রেরণ করা হবে।