নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ১০ জোড়া প্রেমিক-প্রেমিকাকে আটক করা হয়েছে। পরে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।
রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহাম্মেদের নেতৃত্বে আড়াইহাজার পৌর বাজারের দারুচিনি ভূতের আড্ডা রেস্তোরাঁয় এ অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহাম্মেদ বলেন, আমাদের কাছে অনেকদিন ধরেই অভিযোগ ছিল রেস্তোরাঁটিতে স্কুল-কলেজপড়ুয়া ছাত্রছাত্রীরা স্কুল-কলেজ ফাঁকি দিয়ে আপত্তিকর অবস্থায় আড্ডায় লিপ্ত হয়। এ রেস্তোরাঁয় বিশেষ ব্যবস্থা থাকায় তারা ছাড়াও এলাকার বখাটে ছেলেমেয়েরা প্রতিনিয়ত আড্ডা ও অসামাজিক কাজে লিপ্ত হয়। আজ অভিযান চালিয়ে আপত্তিকর অবস্থায় কয়েকজন প্রেমিক-প্রেমিকাকে আটক করা হয়েছে।
তিনি আরো বলেন, শিক্ষার্থীরা ছাড়াও রেস্তোরাঁর চার স্টাফকে আটক করে উপজেলা প্রশাসনের জিম্মায় নেয়া হয়। পরে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন>>অভিশ্রুতি শাস্ত্রী নামে জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন করেছিলেন বৃষ্টি খাতুন
নিউজবিজয়২৪/এফএইচএন