সারা বিশ্বের মুসলিম জাতির সর্বশ্রেষ্ট নবীও রাসুল হযরত মোহাম্মদ (সাঃ) এবং তেনার স্ত্রীকে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতা কর্তৃক অশালীন বক্তব্যের প্রতিবাদে নীলফামারীর ডোমারে জুম্মার নামাজের পর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সহস্রাধিক মুসল্লিগন।
শুক্রবার (১০ জুন) বাদ জুম্মা ডোমার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে সহস্রাধিক মুসল্লিগনের উপস্থিতিতে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডোমার রেলগেট মোড়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে সুমন আহমেদ এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা রাকিব হাসান, বিশিষ্ট ব্যবসায়ী আনু, এস.কে সোহেল, ডাঃ ওমর ফারুক, মজিদুল ইসলাম ও ছামিউল আরেফিন হৃদয় প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আমরা হৃদয়ে রক্তক্ষরন নিয়ে এই ময়দানে হাজির হয়েছি। তারা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এবং তার স্ত্রীকে নিয়ে কটুক্তিসহ নানা অশালীন কথা বলেছে। আমরা ডোমারবাসী আজ থেকে ভারতীয় সকল পন্য বর্জন ও ভারত থেকে আসা মিতালী এক্সপ্রেস ট্রেনটি বন্ধসহ সকল কার্যক্রম থেকে বিরত থাকতে চাই।
তারা আরও বলেন, ডোমারের সাহাপাড়া এলাকার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা বাদলা ঠাকুরের ছেলে উৎপল একজন অমুসলিম যুবক সে ইসলাম বিদ্বেষী ফেইসবুকেে স্টাটাস দেয়ায় তাকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী জানাচ্ছি।