বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত রাসুলে আকরাম (সঃ) নিয়ে কটুক্তি করার প্রতিবাদে লালমনিরহাট আদিতমারী উপজেলায় বাংলাদেশ মুসাফির কাফেলা এর উদ্দোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে বুধবার (২ অক্টোবর) বিকেলে মুসাফির কাফেলা এর কেন্দ্রীয় কার্য্যলয় হতে রূহানীনগর মাদরাসার প্রিন্সিপাল ও সংগঠনের আমির মাওলানা মুফতি মোঃ আব্দুর রহমান কারীমীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পাটগ্রাম-লালমনিরহাট মহাসড়ক প্রদক্ষিণ করে আবার কেন্দ্রীয় কার্য্যলয় এসে শেষ হয়। পরে সমাবেশে সংগঠনের আমির মাওলানা মুফতি মোঃ আব্দুর রহমান কারীমী বক্তব্যে বলেন, হযরত রাসুল (সঃ) কে নিয়ে কটুক্তিকারী ভারতের রামগিরি মহারাজকে গ্রেফতার করে তার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহন করতে অন্তবর্তী সরকার প্রধানের মাধ্যমে ভারত সরকারকে চাপ সৃষ্টি করার জন্য আহবান জানান।পাশাপাষি পরবর্তিতে যেন ইসলামের বিপক্ষে কেহ আর অবমাননা বা কটুক্তি করতে না পারে সে জন্য সরকারকে কঠোর আইন করার অনুরোধ জানান।
উক্ত সমাবেশে সংগঠনের প্রায় ২ শতাধিক মুসাফির কাফেলার সদস্যগন অংশগ্রহন করেন।
নিউজবিজয়২৪ডট কম/এফএইচএন