ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

রাতে যেভাবে রূপচর্চা করবেন

ফাইল ছবি

আমাদের কর্মব্যস্ত জীবনে রূপচর্চার সময় পাওয়া দায়। ছুটির দিনেও থাকে নানা ব্যস্ততা। সারাদিনের কাজ সেরে রাতেই একটু বিশ্রাম করা হয়। রাতে ঘুমাতে যাওয়ার আগে একটু রূপচর্চা করে নেয়াটা জরুরি। ত্বক, ঠোঁট ও চোখের যত্ন নিতে কিছুটা সময় বের করুন। রাতে যত্ন নিলে পরদিন সতেজ থাকা যায়। তাছাড়া রূপটান ধরে রাখতে রূপচর্চা তো করতেই হবে। তাই রুটিন করে নিন রাতের কখন, কীভাবে, কোনটির যত্ন নেবেন-

ত্বকের যত্ন
রাতে মুখ ভালো করে ধুয়ে নিন। ত্বক পরিস্কার থাকলে কোনো সমস্যা হয় না। নয়তো ব্রণ, খসখসে, রুক্ষ হয়ে যেতে পারে ত্বক। মুখ পরিস্কার করে নিলে ত্বক তরতাজা থাকে। তেলভাব দূর হয়। ত্বকের সঙ্গে মানানসই ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। স্পর্শকাতর ত্বকে ভেষজ ফেসওয়াশ ব্যবহার করুন। শুষ্ক ত্বকে ক্লিঞ্জিং লোশন বা ক্রিম ব্যবহার করুন। ফেসপ্যাক বানিয়ে মুখে লাগাতে পারেন-

যা যা লাগবে: শুষ্ক ত্বকের জন্য এক টেবিল চামচ উপটান, এক চা চামচ টকদই, এক চা চামচ দুধের সর বা দুধ মিশিয়ে লাগান। তৈলাক্ত ও মিশ্র ত্বকের জন্য এক টেবিল চামচ উপটান, এক চা চামচ টকদই ও এক চা চামচ লেবুর রস মিশিয়ে লাগাতে পারেন। হালকা শুকিয়ে গেলে ঘষে ধুয়ে ফেলুন। ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। শুষ্ক ত্বকে বেবি অয়েল মেখে নিতে পারে। তৈলাক্ত ত্বকে ময়েশ্চারাইজার না লাগালেও চলবে। তাছাড়া ভিটামিন-ই যুক্ত ক্রিম ব্যবহার করতে পারেন।

চোখের যত্ন
ঘুমানোর আগে শশা কুচি বা আলু কুচি কিংবা ঠাণ্ডা টি-ব্যাগ চোখের উপর দিয়ে রাখুন। ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন। চোখের ডার্ক সার্কেল কমবে।

ঠোঁটের যত্ন
নরম গোলাপি ঠোঁটের জন্য রাতে ভ্যাসলিনের সঙ্গে অল্প লবণ মিশিয়ে ম্যাসাজ করুন। মিনিট দশেক ম্যাসাজ করে ধুয়ে নিন। ঠোঁটের মৃত কোষ ঝরে যাবে এবং উজ্জ্বলতা বাড়বে।

নিউজবিজয়/এফএইচএন

ট্যাগ:-

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন :-

নিউজ বিজয়ের সম্পর্কে

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

রোজা রাখার সময় তরকারির লবণ চেখে দেখা যাবে কি?

রাতে যেভাবে রূপচর্চা করবেন

প্রকাশিত সময়:- ০৯:০৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২

আমাদের কর্মব্যস্ত জীবনে রূপচর্চার সময় পাওয়া দায়। ছুটির দিনেও থাকে নানা ব্যস্ততা। সারাদিনের কাজ সেরে রাতেই একটু বিশ্রাম করা হয়। রাতে ঘুমাতে যাওয়ার আগে একটু রূপচর্চা করে নেয়াটা জরুরি। ত্বক, ঠোঁট ও চোখের যত্ন নিতে কিছুটা সময় বের করুন। রাতে যত্ন নিলে পরদিন সতেজ থাকা যায়। তাছাড়া রূপটান ধরে রাখতে রূপচর্চা তো করতেই হবে। তাই রুটিন করে নিন রাতের কখন, কীভাবে, কোনটির যত্ন নেবেন-

ত্বকের যত্ন
রাতে মুখ ভালো করে ধুয়ে নিন। ত্বক পরিস্কার থাকলে কোনো সমস্যা হয় না। নয়তো ব্রণ, খসখসে, রুক্ষ হয়ে যেতে পারে ত্বক। মুখ পরিস্কার করে নিলে ত্বক তরতাজা থাকে। তেলভাব দূর হয়। ত্বকের সঙ্গে মানানসই ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। স্পর্শকাতর ত্বকে ভেষজ ফেসওয়াশ ব্যবহার করুন। শুষ্ক ত্বকে ক্লিঞ্জিং লোশন বা ক্রিম ব্যবহার করুন। ফেসপ্যাক বানিয়ে মুখে লাগাতে পারেন-

যা যা লাগবে: শুষ্ক ত্বকের জন্য এক টেবিল চামচ উপটান, এক চা চামচ টকদই, এক চা চামচ দুধের সর বা দুধ মিশিয়ে লাগান। তৈলাক্ত ও মিশ্র ত্বকের জন্য এক টেবিল চামচ উপটান, এক চা চামচ টকদই ও এক চা চামচ লেবুর রস মিশিয়ে লাগাতে পারেন। হালকা শুকিয়ে গেলে ঘষে ধুয়ে ফেলুন। ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। শুষ্ক ত্বকে বেবি অয়েল মেখে নিতে পারে। তৈলাক্ত ত্বকে ময়েশ্চারাইজার না লাগালেও চলবে। তাছাড়া ভিটামিন-ই যুক্ত ক্রিম ব্যবহার করতে পারেন।

চোখের যত্ন
ঘুমানোর আগে শশা কুচি বা আলু কুচি কিংবা ঠাণ্ডা টি-ব্যাগ চোখের উপর দিয়ে রাখুন। ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন। চোখের ডার্ক সার্কেল কমবে।

ঠোঁটের যত্ন
নরম গোলাপি ঠোঁটের জন্য রাতে ভ্যাসলিনের সঙ্গে অল্প লবণ মিশিয়ে ম্যাসাজ করুন। মিনিট দশেক ম্যাসাজ করে ধুয়ে নিন। ঠোঁটের মৃত কোষ ঝরে যাবে এবং উজ্জ্বলতা বাড়বে।

নিউজবিজয়/এফএইচএন