গাজা তিন কেজি তিনশো গ্রাম,ইয়াবা পাচশো পিচ, অফিসার চয়েজ ২৮ বোতল,নগদ দশ হাজার টাকা দুটি রাম দাসহ আটক তিন।
আটককৃতরা হলেন রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের চর লাঠিয়াল ডাঙ্গা গ্রামের মৃত্যু খোকার পুত্র এরশাদ ৩৬. চর রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের বালিয়ামারী নয়াপাড়া গ্রামের সুফিয়ান এর পুত্র মজনু মিয়া ৩৫, একই গ্রামের ফরহাদের পুত্র বকুলসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে রাজিবপুর থানা পুলিশ। এবিষয়ে রাজিবপুর থানার ইনর্চাজ মোজাহারুল ইসলাম জানান দীর্ঘ দিন যাবৎ চেষ্টা করে আজ সেটির ফল পাওয়া গেছে আজ। সময় ১১ মে, রাত্রি আনুমানিক দশটা পয়ত্রিশ মিনিটে মজনুর বাড়ী থেকে এসব মাদক জব্দ করা হয় বলে থানাঃ ইনর্চাজ জানিয়েছেন।
ব্রেকিং :-
রাজিবপুরের বিপুল পরিমাণ মাদক সহ তিন মাদক কারবারী আটক
- মাজহারুল ইসলাম, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
- প্রকাশিত সময় :- ০২:০৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২
- 241
জনপ্রিয় সংবাদ