রাজধানী সেগুনাগিচার একটি ফ্ল্যাট থেকে ভেটেনারি চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২০ জুলাই) বিকাল ৫টায় শাহবাগ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে।
জানা যায়, রাজধানীর শাহবাগ থানাধীন সেগুনবাগিচা এলাকায় এক্সেনশিয়াল টাওয়ার, ফ্ল্যাট ১১-এ, ভেটেনারি ডাক্তর (অব.) আবুল হোসেন চৌধুরী (৬৯) ফ্ল্যাট থেকে মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রতিদিনের মতোই পরিচ্ছন্ন কর্মীরা ময়লা পরিষ্কারের জন্য গিয়ে দেখেন দরজা বন্ধ। পরে অনেক ডাকাডাকি করে দরজা না খোলায় পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙ্গে ভিকটিমের মৃতদেহ উদ্ধার করে সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক জরুরী বিভাগ মর্গে রাখা হয়েছে।
নিহত ডাক্তার আবুল হোসেন চৌধুরী গত ১০ বছর যাবত ওই ফ্ল্যাটে একাই থাকতেন। তার স্ত্রী এবং দুই মেয়ে কানাডায় থাকেন।