নীলফামারীর ডোমারে উপজেলা জাতীয় শিশু পুরস্কার ২০২১ উপলক্ষে উপজেলা, নীলফামারী জেলা পেরিয়ে রংপুর বিভাগীয় পর্যায়ে ছড়াগান প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে জাতীয় পর্যায়ে অংশ গ্রহণের কৃতিত্ব অর্জন করেন ডোমারের বিশিষ্ট সাংস্কৃতি ব্যক্তিত্ব মিজানুর রহমান সোহাগ ও লায়লা শারমিন মিষ্টি দম্পতির একমাত্র কন্যা সমৃদ্ধি রহমান রিমঝিম (৮)। রিমঝিম ডোমার বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির প্রতিভাবান কৃতি শিশু ছাত্রী। তার এই অসাধারণ কৃতিত্বে উপজেলাসহ জেলায় সকল সাংস্কৃতি কর্মীগণ আনন্দে আত্নহারা হয়ে পড়ে।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন সারা বাংলাদেশে জাতীয় শিশু পুরস্কার ২০২১ এর আয়োজন করেন। উপজেলা পর্যায়ে গত ১৯ মে জাতীয় শিশু পুরস্কার ২০২১ এর প্রথম পর্যায়ে ১২ জন প্রতিযোগির মধ্যে ১১ জনকে পরাজিত করে প্রথম স্থান অধিকার করে জেলা পর্যায়ে অংশ গ্রহণ করে রিমঝিম। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলমের কাছ থেকে পুরস্কার গ্রহন করে। এরপর ২৪ মে জেলার ৬টি উপজেলার ৬ জন প্রতিযোগির মধ্যে ৫ জনকে পরাজিত করে বিভাগীয় পর্যায়ে অংশ গ্রহণের সুযোগ অর্জন করেছে, এ সময় জেলা প্রশাসক খন্দকার ইয়াসিন আরেফিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে রিমঝিমকে শুভেচ্ছা প্রদান করেন। অপরদিকে বিভাগীয় পর্যায়ে ৮টি জেলার ৮ জন প্রতিযোগির মধ্যে গত ২৯ এবং ৩০ মে ২ দিনের প্রতিযোগিতায় ৭ জনকে পরাজিত করে আবারো প্রথম স্থান অধিকার করে জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করার কৃতিত্ব অর্জন করে সবাইকে তাক লাগিয়ে দেয় শিশু শিল্পি রিমঝিম। গত ৩০ মে বিভাগীয় পর্যায়ে রংপুর শিশু একাডেমি মিলনায়তনে বিভাগীয় পর্যায়ের জাতীয় শিশু পুরস্কার ২০২১ এর সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছড়াগান প্রতিযোগিতায় কৃতিত্বের সঙ্গে প্রথম স্থান অধিকার করায় শিশু শিল্পী সমৃদ্ধি রহমান রিমঝিম এর হাতে পুরস্কার তুলে দেন রংপুর জেলা প্রশাসক মোঃ আসিব আহসান। এ সময় বিশেষ অতিথি রংপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোস্তাক আহমেদসহ সরকারী দপ্তরের উচ্চ পদস্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। রিমঝিম ডোমার চিকনমাটি এলাকার বিশিষ্ট সমাজ সেবক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব¡ মিজানুর রহমান সোহাগ ও মাতা সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং উপজেলা সাহিত্য সংস্কৃতির পরিষদের মহিলা বিষয়ক সম্পাদক লায়লা শারমিন মিষ্টির সন্তান। রিমঝিমের কৃতিত্বের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে সেই শিক্ষাগুরু ডোমারের সুনামধন্য সংগীত শিল্পী পরশ কুমার চন্দ এবং ঢাকায় তালিম নিয়েছেন আমিনুল ইসলাম শিক্ষকের কাছে। রিমঝিমের বিদ্যালয়ের কোর্মা বেগম জানান, এই অসাধারণ কৃতিত্বে বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীগণ আনন্দিত। রিমঝিম আমাদের সহ গোটা জেলা থেকে শুরু করে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে আমাদের রংপুর বিভাগ তথা ৮টি জেলার সুনাম অর্জন করেছে। আমার রিমঝিমের জীবনের প্রতিটি ক্ষেত্রে উত্তরাত্তর সাফল্য কামনা করছি। এবিষয়ে রিমঝিম বাবা মিজানুর রহমান সোহাগ ও মাতা লায়লা শারমিন মিষ্টি জানা, আমার তৃতীয় শ্রেণির ছোট শিশু রিমঝিম এর এই কৃতিত্ব এবং সাফল্য নীলফামারী জেলা তথা গোটা রংপুর বিভাগের মানুষের দোয়া এবং আর্শিবাদ বটে। সে ৩ বছর বয়স থেকে শুরু করে ছড়া গান, রবিন্দ্র সঙ্গীত, নজরুল গিতী, হাম ও নাত শিখতো, সকলের দোয়া ও ভালবাসায় আমার মেয়ের আজ এই অর্জন, সংগীত শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কন্যার জন্য দেশ বাসীর কাছে দোয়া কামনা করেন তারা।
নিউজবিজয়/এফএইচএন
ব্রেকিং :-
রংপুর বিভাগীয় পর্যায়ে ছড়াগান প্রতিযোগিতায় প্রথম হলেন রিমঝিম
- আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি:-
- প্রকাশিত সময় :- ০৯:১৬:৩০ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
- 260
জনপ্রিয় সংবাদ