
রংপুর সদরের লাহিড়ীর হাটে একটি ভুট্রাখেত থেকে বস্তাবন্দি অবস্থায় মন্দেল মিয়া (৫৫) নামের এক কবিরাজের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকেল সাড়ে চার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
রংপুর কোতয়ালী সদর থানার ওসি সুশান্ত কুমার রায় জানান, সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের লাহিড়ীর হাটের একটি ভুট্রা খেতে একটি বস্তা বন্দি লাশের খবর পাই স্থানীয়দের্ কাছ থেকে। সেখানে পুলিশ গিয়ে একটি সাদা বস্তা ভর্তি একটি লাশ উদ্ধার করি। স্থাণীয়দের এবং পরিবারের দেয়া সনাক্ত মতে ওই ব্যক্তির নাম মন্দেল মিয়া (৫৫)। তিনি ইশ্বরপুর সরদারপাড়া গ্রামের নিজাম উদ্দিনের পুত্র । তিনি একজন পেশায় গ্রাম্য কবিরাজ। লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরির পর আমরা ময়না তদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্ গে পাঠানো হয়েছে।
ওসি জানান, তবে কারা তাকে হত্যা করে এভাবে বস্তাবন্দি করে রেখেছে সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।