রংপুরে ঝরের কবলে গাছ ভেঙ্গে পড়ে বাড়ি-ঘর লন্ডভন্ন হয়ে যায়। রবিবার রাতে রংপুরে প্রচন্ড ঝরের কবলে রংপুর নগরীর সেন্টালরোড সরকারি সিটি কলেজের বড় কৃষ্ণচুড়া গাছ ভেঙ্গে পড়ে পাশবর্তি একটি পরিবারের বাড়ি-ঘর লন্ডভন্ন হয়ে যাওয়ার ঘটনায় সর্বশান্ত হয়ে পরে বাড়ি মালিক সুরুজ মিয়ার পরিবার। এ বিষয়ে রংপুর সরকারি সিটি কলেজের অধ্যাক্ষ বোরহান উদ্দীন জানান, ঝরের কবলে গাছ ভেঙ্গে পড়ের একটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ সময় ঘটনা স্থল পরিদর্শন করেন রংপুর সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুন্নবী ফুলু, মহিলা কাউন্সিলর হাসনা বানু সহ অন্যান্য নেতৃবৃন্দ।