রংপুর সদর উপজেলা খাদ্য গুদামের কর্মকর্তা (ওসি এলএসডি) কানিজ ফাতেমাকে খাদ্য ঘাটতির অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
খাদ্য গুদামে ১ কোটি ৮৪ লাখ ৪৭ হাজার ৮০৪ টাকার খাদ্য ঘাটতির অভিযোগে তাকে বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে রংপুর মহানগরীর কোতোয়ালি থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
জানা যায়, গত ১ সেপ্টেম্বর রংপুর জেলার সদর উপজেলাধীন এলএসডি গোডাউনে নিয়মিত মজুদ গণনার অংশ হিসেবে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা নিখিল চন্দ্র খাদ্য গোডাউনে গণনা/পরিদর্শনকালে মজুদকৃত খাদ্যের পরিমাণ কম দেখতে পায়। বিষয়টি জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অন্তরা মল্লিককে অবগত করলে তিনি ঐদিনই ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন।
গত ১২ সেপ্টেম্বর তদন্ত কমিটির প্রতিবেদনে গোডাউনে ১৪৪.৭৪৪ মেট্রিক টন চাল, ০.৩০৭ মেট্রিক টন গম এবং ৯৫৪৪টি খালিবস্তা ঘাটতি পাওয়া যায়। পরে খাদ্য ঘাটতির অভিযোগে তাকে বহিষ্কার করা হয়।
এ ঘটনায় ওসি এলএসডি কানিজ ফাতেমাও নিজ অবস্থান থেকে মামলা করার চেষ্টা করছেন বলে জানা গেছে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফ এইচ এন